Border-Gavaskar Trophy, 1st Test : টেস্ট অভিষেকে চমকপ্রদ রেকর্ড গড়লেন সূর্য কুমার যাদব

0
55
Suryakumar Yadav made an amazing record on Test debut in Border-Gavaskar Trophy, 1st Test
Suryakumar Yadav made an amazing record on Test debut in Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – অবশেষে ভারতের হয়ে টেস্ট অভিষেক করলেন সূর্য কুমার যাদব। ২০২১ সালে ইংল্যান্ড সফরে প্রথমে টেস্ট দলে ডাক পেয়েছিলেন সূর্য কুমার যাদব। একই বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট দলে ডাক পান তিনি।

২০২২ সালে টেস্ট দলে জায়গা হয়নি সূর্যের। রঞ্জি ট্রফিতে দুটো ম‍্যাচ খেলার পর ফের টেস্ট দলে জায়গা পান তিনি। সরফরাজ খানের বদলে টেস্ট দলে ডাক পান সূর্য। এদিন তার হাতে ডেবিউ টেস্ট ক‍্যাপ তুলে দেন রবি শাস্ত্রী। আর টেস্ট অভিষেকের সাথে সাথে দারুণ রেকর্ড গড়লেন সূর্য।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে তিরিশ বছর বয়স পেরানোর পর দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে অভিষেক করার নজির গড়লেন সূর্য। ২০২১ সালের মার্চ মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি অভিষেক হয় সূর্যের। একই বছরে ওয়ানডে অভিষেক করেন শ্রীলঙ্কার বিপক্ষে। এবার বৃহস্পতিবার নাগপুরে টেস্ট অভিষেক হলো তার।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্টে খেলতে নামার আগে রোজ ১০-১২ ঘন্টা বোলিং প্রাক্টিস করতেন রবীন্দ্র জাদেজা 

৩০ বছর ৬ মাস বয়সে প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার সুযোগ পান সূর্য কুমার যাদব। ৩০ বছর ১০ মাস বয়সে প্রথম ওয়ানডে খেলেন। ৩২ বছর ৪ মাস ২৬ দিন বয়সে টেস্ট অভিষেক করলেন তিনি।

শুভমান গিলের বদলে নাগপুর টেস্টে খেলার সুযোগ পেয়েছেন সূর্য কুমার যাদব। কে এল রাহুল দলের সহ অধিনায়ক, তাই শুভমান গিলকে বসিয়ে প্রথম টেস্টে খেলার সুযোগ দেওয়া হয়েছে শুভমান গিলকে।

অন‍্যদিকে ইশান কিষাণের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছেন কে এস ভারত‌। এদিন তিনিও টেস্ট অভিষেক করলেন দেশের হয়ে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্ট ক‍্যাপ হাতে পেতেই মাকে জড়িয়ে ধরলেন ভারত, ভাইরাল হলো ছবি