Suryakumar Yadav : কোহলির ইনস্টা স্টোরিতে তিনি, মজা পেলে সূর্য কুমার যাদব, দেখুন ভিডিও 

0
22
Suryakumar Yadav is happy to see himself in Virat Kohli's Insta story
Suryakumar Yadav is happy to see himself in Virat Kohli's Insta story

Suryakumar Yadav – ২০২৩ সালের শুরুটা স্বমেজাজে করলেন সূর্য কুমার যাদব এবং শুরুতেই ২০২২ এর ন‍্যায় ছন্দে থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি ফের একটা দুর্দান্ত টি টোয়েন্টি সেঞ্চুরি করে। মাত্র ৪৫ বলে এদিন সেঞ্চুরি করে ফেলেছিলেন সূর্য।

পরবর্তী সময়ে খোদ বিরাট কোহলি মেতেছিলেন সূর্য বন্দনায়। সেটা খেলা শেষে সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) দেখে মজা করে বলেছিলেন স্টোরি দারুণ চলে, পরবর্তী সময়ে কোহলি’কে মেসেজ করে সূর্য লেখেন, অনেক অনেক ভালোবাসা দাদা, খুব শীঘ্রই দেখা হচ্ছে।

কেরিয়ারের তৃতীয় টি টোয়েন্টি সেঞ্চুরি করলেন সূর্য কুমার যাদব। এদিন সেঞ্চুরি করার মধ্যে দিয়ে রোহিত শর্মার পাশে বসলেন সূর্য। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে তিনটি বা তার অধিক শতরান করলেন সূর্য (Suryakumar Yadav)।

পূর্ণ সদস্যের দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই নজির স্থাপন করলেন সূর্য (Suryakumar Yadav)। রোহিত শর্মার চারটি টি টোয়েন্টি সেঞ্চুরি আছে। এদিন চেক প্রজাতন্ত্রের এস ডাবিজি, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম‍্যাক্সওয়েলের টি টোয়েন্টি ক্রিকেটে তিনটি শতরান করার রেকর্ড গড়লেন তিনি।

এদিন ৪৫ বলে সেঞ্চুরি করলেন সূর্য কুমার যাদব (Suryakumar Yadav)। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এটাই সিরিজ নির্নায়ক ম‍্যাচ।

আরও পড়ুনঃ Manchester United : এমবাপ্পে, বেলিংহামকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ম‍্যান ইউ কোচ টেন হ‍্যাগ 

ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে টি টোয়েন্টি ক্রিকেট সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন সূর্য। মজার বিষয় হলো সূর্যের তিনটি টি টোয়েন্টি সেঞ্চুরি এসেছে ছয় মাসের ব‍্যবধানে। গতবছর জুলাই মাসে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, এরপর নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। এটাই তার কেরিয়ারে ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টি সেঞ্চুরি। রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব ছাড়া কে এল রাহুল হলেন তৃতীয় ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ক্রিকেট একাধিক সেঞ্চুরি করেছেন।

Most Hundreds in T20I Internationals:

•Rohit Sharma – 4

•Suryakumar Yadav – 3*

•Glenn Maxwell – 3

•Colin Munro – 3

৫১ বলে ১১২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সূর্য (Suryakumar Yadav) এদিন। এর ফলে ভারত স্কোরবোর্ডে ২২৮ রান তোলে প্রথমে ব‍্যাট করতে নেমে। পরবর্তী সময়ে ৯১ রানে ম‍্যাচ জেতার সুবাদে ভারত এই টি টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : “ভারতকে শুধুমাত্র সূর্য কুমার যাদবের উপর পুরোপুরি নির্ভরশীল থাকলে চলবেনা”, মত প্রাক্তন ভারত তারকার