
SuryaKumar Yadav– আগামী এক বছরের মধ্যে সূর্য কুমার যাদব টেস্টে অভিষেক করবেন, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম। করিম ভূয়সী প্রশংসা করেছেন সূর্য কুমার যাদবের লাল বলের ক্রিকেট খেলার দক্ষতার।
মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচ হাজারের বেশি রান করেছেন সূর্য কুমার যাদব (SuryaKumar Yadav) ৪৪ গড়ে। করেছেন ১৪ টা সেঞ্চুরি, ২৬ টা হাফ সেঞ্চুরি।
India News কে সাক্ষাৎকারে সাবা করিম বলেছেন,
“আমার মনে হচ্ছে সূর্য কুমার যাদব (SuryaKumar Yadav) আগামী ছয় মাস থেকে একবছরের মধ্যে টেস্ট ম্যাচ খেলবে। মুম্বইয়ের হয়ে দীর্ঘ সময় লাল বলের ক্রিকেট খেলছে সূর্য কুমার। ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ভালো ওর। ৪০-৪৫ এর কাছাকাছি গড়।”
বাংলাদেশের বিরুদ্ধে আগামী মাসে টেস্ট খেলবে ভারত। সেই সফরের টেস্ট দলে সুযোগ পাইনি সূর্য কুমার (SuryaKumar Yadav)।
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : সমস্যার আঁচ পেতেই ঢাকা থেকে সরানো হলো ভারত – বাংলাদেশ তৃতীয় ওডিআই
সাবা করিমের মতে টি টোয়েন্টি ক্রিকেটের সাফল্য ওয়ানডেতেও করে দেখাবেন সূর্য কুমার যাদব। করিমের মতে ইতিমধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিকে টি ২০ ক্রিকেটে ছাপিয়ে গেছেন সূর্য কুমার। এই মুহূর্তে টি ২০ ক্রিকেটে সূর্য কুমার যাদবের ধারেকাছে নেই কেউ। করিম বলেছেন,
“ইতিমধ্যে কারেন্ট ফর্মের ভিত্তিতে সূর্য কুমার যাদব কোহলি, রোহিত’দের ছাপিয়ে গেছে। এই মুহূর্তে টি ২০ তে সাফল্যের ভিত্তিতে সূর্যের ধারেকাছে নেই কোনও ক্রিকেটার।”
সম্প্রতি রবি শাস্ত্রী বলেছিলেন সূর্য কুমার যাদবের মধ্যে তিন ফর্ম্যাটে খেলার সমস্ত গুন আছে। Star Sports কে রবি বলেছেন,
“আমার মতে সূর্য কুমার যাদব তিন ফর্ম্যাটের ক্রিকেটার। আমি জানি ওকে টেস্ট খেলানোর কোনও পরিকল্পনায় রাখা হয়না। কিন্তু আমি বলছি সূর্য টেস্টটাও ভালো খেলতে পারবে, টেস্ট ৫ নম্বরে ব্যাট করার সুযোগ দিক ওকে।”
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রাক্টিসে নামলেন ধাওয়ান ব্রিগেড, দেখুন ভিডিও