IND vs SL 2023 : ছোটো দলের বিরুদ্ধে রান করে কি লাভ ? ঘরের মাঠে বছরের প্রথম ম‍্যাচে ব‍্যর্থ হয়ে খোঁচা খেলেন সূর্য কুমার

0
534
Suryakumar Yadav failed in the first match of the year at home in IND vs SL 2023 Series
Suryakumar Yadav failed in the first match of the year at home in IND vs SL 2023 Series

IND vs SL 2023 – মঙ্গলবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে দলের জন্যে বিশেষ কিছু করে উঠতে পারলেন না সূর্য কুমার যাদব। বছরের শুরুটা অত্যন্ত সাদা মাটা ভাবে হলো তার বলা চলে। এদিন স্কুপ চালাতে গিয়ে আউট হয়ে যান সূর্য, নিজের প্রিয় শট টা খেলতে গিয়ে টাইমিং ভুল করতে বসেন তিনি।

ম‍্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা। কাসুন রাজিথার করা প্রথম ওভারে একটি ছক্কা এবং দুটো চার মেরে একটি দারুণ শুরুয়াত এনে দেয় ইশান ভারতকে ম‍্যাচের শুরুতেই। প্রথম ওভারে মোট ১৭ রান তোলে ভারত, ইশানের ঝোড়ো ব‍্যাটিংয়ের উপর নির্ভর করে। (IND vs SL 2023)

এরপর শ্রীলঙ্কা কে ম‍্যাচে ফেরায় মহেশ থিকসানা। শুভমান গিল কে ৭ রানে এলবিডব্লিউ করে। ২০২২ সালে গোটা বছর জুড়ে যে দাপুটে ব‍্যাটিং ক‍রেছিলেন সূর্য কুমার যাদব। তারপর তার থেকে ফের একটা সেরা ইনিংস দেখার প্রত‍্যাশা রেখেছিলো সকলেই। কিন্তু সকলকে অবাক করে দিয়ে পাওয়ার প্লে’র শেষ ওভারে আউট হয়ে ফিরে যান তিনি। তার থেকে এমন পারফরম্যান্স দেখে ভীষণ হতাশ হয়েছেন সকলে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : কেনো শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে খেলছেন না অর্শদীপ সিং, জেনে নিন কারণ 

চামিকা করুনারত্নের করা শেষ ওভারের প্রথম বলে স্কুপ চালাতে যান সূর্য। আউটসাইডে অফস্টাম্পে থাকা বলটা সামাল দিতে পারেননি তিনি ঠিকঠাক। শর্ট ফাইন লেগে দাড়িয়ে থাকা ভানুকা রাজাপাকসের হাতে তালুবন্দী হন তিনি।

এরপর ভারতীয় ক্রিকেট দল আরও চাপে পড়ে যায় সঞ্জু স্যামসন দ্রুত আউট হয়ে যাওয়ার পর। মাত্র ৫ রান করে আউট হয়ে যান সঞ্জু।

আরও পড়ুনঃ Sourav Ganguly : ফের আইপিএলে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্যায়