Suryakumar Yadav : বহুবছর পর অটোতে স্ত্রীকে নিয়ে সফরে বেড়োলেন সূর্য কুমার যাদব 

0
14
Suryakumar Yadav :
Suryakumar Yadav : "After ages" - Suryakumar Yadav enjoys auto-rickshaw ride with wife Devisha

Suryakumar Yadav – ইদানিং স্ত্রী দেবিশার সাথে অটো রিক্সায় সফরে দেখা গেলো ভারতের তারকা ক্রিকেটার সূর্য কুমার যাদবকে। সদ‍্য নাগপুরে খেলা হয়েছিলো ভারত – অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ, সেই ম‍্যাচে টেস্ট খেলতে দেখা গেছিলো সূর্যকে।

ইদানিং ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছিলেন দেবিশা। সেখানে ফ্যানেরা এই তারকা ভারতীয় ক্রিকেটারকে স্ত্রীয়ের সাথে অটোরিক্সায় ভ্রমণ করতে দেখেছেন। সূর্যের স্ত্রী সেখানে উল্লেখ করেছেন দীর্ঘ বেশ কয়েকবছর বাদে এমনটা করেছেন দুজনে। (Suryakumar Yadav)

নাগপুরে সদ‍্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচে দেশের হয়ে টেস্ট অভিষেক করলেন সূর্য কুমার যাদব। যদিও তার অভিষেক টেস্টের পারফরম্যান্স একেবারেই মনে রাখার মতোন নয়। মাত্র আট রান করেছেন এক ইনিংসে ব‍্যাট করার সুযোগ পেয়ে। (Suryakumar Yadav)

চোটের কারণে ভারতের মিডল অর্ডার ব‍্যাটার শ্রেয়স আইয়ার খেলতে পারেননি প্রথম টেস্টে। তার বদলে কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলার সুযোগ পান সূর্য কুমার যাদব। দিল্লিতে সিরিজের পরের টেস্টে খেলার সুযোগ পান কিনা তিনি, এখন সেটাই দেখার বিষয়।(Suryakumar Yadav)

আরও পড়ুনঃ WPL Auction 2023 : দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলবেন চুঁচুড়ার তিতাস সাধু

আইয়ার পুরোপুরি ফিট হয়ে উঠলে দ্বিতীয় টেস্টে দলের বাইরে যেতে হতে পারে সূর্যকে। ইদানিং সময় লাল বলের ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দিয়েছেন শ্রেয়স, সেটাও ধারাবাহিক ভাবে। আট ইনিংসে ৪২২ রান করেছিলেন, গতবছর টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বাধিক স্কোরার ছিলেন তিনি।

শুক্রবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ভারত অস্ট্রেলিয়া। চার ম‍্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারানোর মধ্যে দিয়ে ভারত ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে এই সিরিজে।

আরও পড়ুনঃ Womens T20 World Cup 2023 Points Table : পাক বধের পর এখন বিশ্বকাপের পয়েন্ট টেবিলে কোথায় দাড়িয়ে ভারত ? দেখুন পয়েন্ট টেবিল