
Surya Kumar Yadav – আসন্ন রঞ্জি ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করলো মুম্বই। ভারতের প্রাক্তন টেস্ট সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবেন মুম্বই’কে। দলে রাখা হয়েছে সূর্য কুমার যাদবকেও, কিন্তু তিনি দ্বিতীয় রাউন্ড থেকে যোগ দেবেন তিনি।
এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। সম্প্রতি এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার হয়েছিলেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে, রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ড থেকে খেলবেন তিনি।
মুম্বইয়ের ঘোষিত ১৭ জনের দলে আছেন পৃথ্বী শাহ, যশশ্বী জয়সোয়াল, সরফরাজ খান এবং তুষার দেশপান্ডে। রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স করার মধ্যে দিয়ে জাতীয় দলে জায়গা পোক্ত করার চেষ্টা করেছেন যশশ্বী এবং সরফরাজ। পৃথ্বী শাহ রান করার মধ্যে দিয়ে জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবেন। (Surya Kumar Yadav)
মুম্বইয়ের রঞ্জি দলে নেই সচিন তেন্ডুলকরের ছেরে অর্জুন তেন্ডুলকর। তিনি গোয়ার দলে যোগ দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেট মরশুম শুরুর আগে। এছাড়া মুম্বইয়ের সিদ্বার্থ লাড এবং আদিত্য তারে দল বদলেছেন। গোয়ায় খেলবেন লাড, তারে উত্তরাখন্ডে। (Surya Kumar Yadav)
আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : প্রথম টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ইংল্যান্ডের
🚨Squad Announcement 🚨
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) December 5, 2022
Experienced players, fresh faces, and exciting talent makes a formidable Ranji Trophy squad of 2022/23 👏🏻
Congratulations to one and all, make it count and bring it home 🏆#MCA #Mumbai #Cricket #IndianCricket #BCCI pic.twitter.com/q2b6MiDF7h
Arjun Tendulkar has received NOC from Mumbai and he is likely to join Goa in the upcoming domestic season. (Source – Sportstar)
— Johns. (@CricCrazyJohns) August 11, 2022
সিনিয়র পেসার ধবল কুলকার্নি এবং শিবম দুবের সুযোগ হয়নি রঞ্জি দলে। ESPN Cricinfo এর দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দুই ক্রিকেটার চোট মুক্ত নয়, এবং পুরোপুরি ফিট না হওয়ার জন্যে তাদের দলে রাখা হয়নি।
১৩ ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মুম্বই। ২০ শে ডিসেম্বর হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলবেন সূর্য কুমার যাদব।
Squad: Ajinkya Rahane (capt), Prithvi Shaw, Yashasvi Jaiswal, Armaan Jaffer, Sarfaraz Khan, Suved Parkar, Hardik Tamore, Prasad Pawar, Shams Mulani, Tanush Kotian, Tushar Deshpande, Mohit Awasthi, Siddharth Raut, Roystan Dias, Suryansh Shedge, Shashank Attarde, Musheer Khan.
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : সাউথ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে বিশেষ কারণে চুল ছাঁটলেন নেইমার