Surya Kumar Yadav : বিরাট কোহলি, রোহিত শর্মার সাথে খেলার সুযোগ পেয়ে নিজেকে ধন‍্য মনে করেন সূর্য কুমার যাদব

0
56
Surya Kumar Yadav : Suryakumar Yadav Opens Up On His Bond With Virat Kohli And Rohit Sharma
Surya Kumar Yadav : Suryakumar Yadav Opens Up On His Bond With Virat Kohli And Rohit Sharma

Surya Kumar Yadav – বিরাট কোহলি, রোহিত শর্মার সাথে খেলার সুযোগ পেয়ে নিজেকে ধন‍্য মনে করেন সূর্য কুমার যাদব। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক ভাবে জাতীয় দলের সদস‍্য তিনি।

বর্তমানে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে বেশ দারুণ সম্পর্ক সূর্যের। দুজনের নেতৃত্বে খেলার সুযোগ পেয়েছেন তিনি। (Surya Kumar Yadav)

ভারতের বর্তমান অধিনায়কের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলার দিন গুলোর থেকেই খেলে আসছেন সূর্য, কোহলির সাথে ক্রিজে প্রচুর সময় কাটিয়েছেন, বিশেষ করে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে খেলাকালীণ। (Surya Kumar Yadav)

এই দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সাথে খেলার সুযোগ পেয়ে নিজেকে ধন‍্য মনে করেন সূর্য কুমার যাদব। একটি সাক্ষাৎকারে PTI কে তিনি বলেছেন,

“বিরাট কোহলি এবং রোহিত শর্মার সাথে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়ে নিজেকে লাকি মনে করি আমি। আন্তর্জাতিক ক্রিকেটের জগতে দুই ভিন্ন মানের ক্রিকেটার এই দুজন। ওনারা যা অর্জন করেছে, সেই সব কখনও আমি অর্জন করতে পারবো কিনা সন্দেহ আছে।”

আরও পড়ুনঃ AUS vs SA 2022 : সেলিব্রেশন করতে গিয়ে বাড়তি উত্তেজনার বশে আহত হলেন ওয়ার্নার, দেখুন ভিডিও

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন হতে চলেছে ভারতের মাটিতে, সেই টুর্নামেন্টে রোহিত এবং বিরাট কোহলির পাশাপাশি সূর্য কুমার যাদবের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। (Surya Kumar Yadav)

আজ থেকে বহুবছর আগে রোহিত শর্মা সূর্যের প্রতিভা চিনতে পেরেছিলেন, সূর্যকে নিয়ে ট‍্যুইট করেছিলেন তিনি। রোহিত শর্মার পাঁচ বারের আইপিএল চ‍্যাম্পিয়ান মুম্বাই ইন্ডিয়ান্স দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য সূর্য। ২০২২ সালের আইপিএলের পরেও তাকে দলে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

দেশের বর্তমান অন‍্যতম দুই তারকা ক্রিকেটারের সাথে তার সম্পর্কের সমীকরণের বিষয় বলতে গিয়ে সূর্য কুমার যাদব বলেছেন,

“ইদানিং বিরাট কোহলির সাথে বেশ কয়েকটি দারুণ পার্টনারশিপের ইনিংস খেলেছিলাম। আমি ওনার সাথে ব‍্যাটিং খুবই উপভোগ করি। রোহিত শর্মা আমার দাদা সম। যখন আমার নিজের খেলার উপর সন্দেহ তৈরী হয়, তখন সরাসরি তাকেই প্রশ্ন করি। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগদান করার পর থেকে তিনিই আমার গাইড।”

বর্তমানে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব‍্যাটার সূর্য কুমার যাদব।

আরও পড়ুনঃ Indian Cricket Team : রোহিত, রাহুলের চরম সমালোচনা করলেন প্রাক্তন ভারত তারকা