
Chetan Sharma – ফের আরেকবার চেতন শর্মার উপর ভারতের দল বাছাই করার জন্য ভরসা রাখলো ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর বাতিল করে দেওয়া হয় আগের কমিটিকে। নতুন কমিটিতে এই প্রাক্তন ভারতের পেসার পুরোনো মুখ।
কমিটি নতুন হলেও ফের চেতনকে দায়িত্ব দিতে দেখে রেগে লাল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
সলিল আংকোলা, শিব সুন্দর দাস, সুব্রত ব্যানার্জী এবং শ্রীধরন শরথ হলেন নতুন কমিটির নতুন চার মুখ। নতুন পরামর্শ দাতা কমিটিতে নেওয়া হয়েছে, অশোক মালহোত্রা, জতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ছয়শোর কাছাকাছি পদপ্রার্থী আবেদন করেছিলেন এই পোস্টের জন্যে। পরবর্তী সময়ে ১১ জনকে বাছাই করে বিসিসিআই।
NEWS 🚨- BCCI announces All-India Senior Men Selection Committee appointments.
— BCCI (@BCCI) January 7, 2023
Mr Chetan Sharma recommended for the role of Chairman of the senior men’s selection committee.
More details 👇👇https://t.co/K5EUPk454Y
Indian cricket board announces its new selection committee.#ChetanSharma pic.twitter.com/cSxRZT28aj
— KnightRidersXtra (@KRxtra) January 7, 2023
BCCI have decided to replace Chetan Sharma with Chetan Sharma. pic.twitter.com/bZahDxXWfC
— Sameer Allana (@HitmanCricket) January 7, 2023
Chetan Sharma to ICT fand https://t.co/tzxZN4EJIJ pic.twitter.com/Ls4vzz2vLz
— The Not So Friendly Neighborhood Expert (@madaddie24) January 7, 2023
মুম্বাই ক্রিকেট দলের প্রাক্তন প্রধান নির্বাচক ছিলেন সলিল আংকোলা। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল অবধি দেশের হয়ে একটি টেস্ট এবং ২০ টা ওয়ানডে খেলেছিলেন সলিল। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে সচিন তেন্ডুলকরের সাথে টেস্ট অভিষেক করেছিলেন তিনি।
আরও পড়ুনঃ Virat Kohli : বৃন্দাবনে সস্ত্রীক বিরাট কোহলি, আশীর্বাদ নিলেন পুরোহিতের, ভাইরাল হলো ভিডিও
ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার হলেন শিব সুন্দর দাস। ২৩ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ১৩২৬ রান। এছাড়া চারটি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮০ টা ম্যাচ খেলেছিলেন দাস, সেখানে ১০৯০৮ রান করেছিলেন তিনি।
১৯৯১ সালে প্রথম বার ভারতীয় দলে সুযোগ হয়েছিল সুব্রত ব্যানার্জীর। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। দেশের হয়ে একটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। ৫৯ টি প্রথম শ্রেণীর ম্যাচে ১৩৫ উইকেট নিয়েছেন তিনি। ৪৯ টা লিস্ট এর ম্যাচে এই পেসার ৫৪ টা উইকেট নেন।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ না হলেও ভারতের ঘরোয়া ক্রিকেটের অত্যন্ত বড়ো একজন মুখ শ্রীধরণ শরথ। ১৩৯ টা প্রথম শ্রেণীর ম্যাচে ৫১.১৭ গড়ে ৮৭০০ রান করেছিলেন তিনি।
নতুন সিলেকশন কমিটির প্রথম কাজ হতে চলেছে আসন্ন বর্ডার – গাভাস্কার ট্রফির জন্য একটি ভালো দল গড়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজেও।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : খেলা চলাকালীন ক্রিজে এতো অস্থির থাকেন কেনো? জবাব দিলেন রাহুল ত্রিপাঠী