Sunil Gavaskar : প্রয়াত হলেন সুনীল গাভাস্কারের মা 

0
35
Sunil Gavaskar's mother passed away
Sunil Gavaskar's mother passed away

Sunil Gavaskar – প্রয়াত হলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কারের মা মীনা গাভাস্কার। ৯৫ বছর বয়সে মৃত্যু হলো তার। বেশ কিছুদিন ধরে রোগভোগ করছিলেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বম্বে ক্রিকেট সংস্থার এক সময়কার প্রেসিডেন্ট মাধব মন্ত্রীর বোন তিনি। মায়ের মৃত্যুকালীণ গাভাস্কার ছিলেন বাংলাদেশে, ধারাভাষ্য দেওয়ার কাজে।

মাধব মন্ত্রীর পাশাপাশি মীনার ভূমিকা অপরিসীম সুনীল গাভাস্কারের (Sunil Gavaskar) কেরিয়ার গড়ার কাজে। যাওয়ার সময় মীনা রেখে গেলেন দুই কন‍্যা নুতন এবং কবিতা, এবং নাতি এবং নাতির ঘরে নাতিপুতি। ছোটোবেলায় মায়ের সাথে ক্রিকেট খেলতেন গাভাস্কার।

প্রসঙ্গত, মীরপুর টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের বিরুদ্ধে ম‍্যাচ জেতানো ইনিংস খেলেছেন অশ্বিন। তার এহেন ব‍্যাটিং পারফরম্যান্সে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। তিনি বলেছেন, আমরা সবাই অশ্বিনের বোলিং নিয়েই আলোচনা করি, কিন্তু ওর ব‍্যাটিং পারফরম্যান্স অনালোচিত থেকে যায় সব সময়। অথচ ভারতকে বেশ কিছু ম‍্যাচে জেতাতে ওর ব‍্যাট হাতে পালন করা ভূমিকা গুলো অনস্বীকার্য।

অভিজ্ঞ এই অফস্পিনার ম‍্যাচের দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। এরপর চতুর্থ দিন যখন ব‍্যাট ক‍রতে এলেন তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিলো ৭৪ রান, হাতে ৩ উইকেট। এমন একটি কঠিন মুহূর্তে ৬২ বলে ৪২* রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অশ্বিন, চারটি চার এবং একটি ছক্কা মেরে।

আরও পড়ুনঃ IPL 2023 : পকেটে ছিলো ১৩.২০ কোটি টাকা, তবুও এই ক্রিকেটারকে পেতে ১৩ কোটি টাকা খরচ রাজি ছিলো রাজস্থান রয়‍্যালস 

খেলা শেষের আলোচনা করাকালীন সুনীল গাভাস্কার চতুর্থ দিনে অশ্বিন – শ্রেয়স আইয়ারের ম‍্যাচ জেতানো পার্টনারশিপের ব‍্যাপারে বলতে গিয়ে অশ্বিনের টেস্টে পাঁচটি সেঞ্চুরি করার বিষয়টি তুলে ধরেন। তিনি (Sunil Gavaskar) বলেন –

“চাপের মুখে দুজনেই ভীষণ শান্ত ভাবে ব্যাট করেছে। কতোটা অবিশ্বাস্য চাপ ছিলো ওই সময় ভেবে দেখুন। অশ্বিন অসাধারণ ক্রিকেটার একজন। সবাই ওর বোলিং নিয়ে কথা বলে, কিন্তু ভুললে চলবেনা ওর পাঁচটা সেঞ্চুরি আছে। অসাধারণ খেলেছে ও আর আইয়ার মিলে।”

চাপ যতোই থাকুক, অশ্বিন এবং আইয়ার মিলে বেফিকর খেলা জারি রেখেছিলো, এদিন গাভাস্কার সেই বিষয়টির দিকেও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, তিনি বলেন –

“রান করার সুযোগ পেলেই তা সংগ্রহ করেছে দুজনে। কোনও রকম শট খেলতে ভয় পাইনি। বিশেষ করে আইয়ারের কথা বলি যদি। এক্সট্রা কভারের উপর দিয়ে লফ্টেড শট টা দারুণ খেললো। এর ফলে বিপক্ষের বোলাররা আরও শট বল করতে বাধ‍্য হলো।”

আরও পড়ুনঃ Cameron Green : এতো টাকা পাবেন, ভাবেননি ক‍্যামেরুন গ্রিন