IND vs AUS 2023 – নাগপুরে টেস্টে ভারতকে চাপে ফেলবে অস্ট্রেলিয়ার পেসাররা। বিশেষ করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন সুনীল গাভাস্কার।
শোনা যাচ্ছে নাগপুরে র্যাঙ্ক টার্নার পিচ হতে চলেছে। সেক্ষেত্রে স্পিনারদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্য ভারতকে চাপে ফেলতে হলে ভীষণ খাটতে হবে অস্ট্রেলিয়ার পেসারদের, এমনটাই মনে করেন সুনীল গাভাস্কার। (IND vs AUS 2023)
উপমহাদেশের পিচে প্যাট কামিন্সের পেস বোলিংয়ের ব্যাপারে একটি সাক্ষাৎকারে সুনীল গাভাস্কার বলেছেন –
“যদি আমি ভুল না করি, প্যাট কামিন্স তার কেরিয়ারের প্রথম ৫ উইকেট নিয়েছিলো তার অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে গলে। দলে লায়নের মতো বোলার আছে যে বারবার আক্রমনের প্রধান ফলা হয়ে দাড়িয়েছেন কামিন্স। তবে ভারতকে চাপে ফেলবে দলের পেসাররা। কামিন্স টেরিফিক বোলার।”
Australia's five Tests in Asia last year has them feeling a little more comfortable in the subcontinent.
— cricket.com.au (@cricketcomau) February 8, 2023
Listen to Pat Cummins on the Unplayable Podcast here: https://t.co/WGT3ftq8qq pic.twitter.com/2efWwSdWGg
এদিন অসি সংবাদ মাধ্যমকে একহাত নিয়েছেন সুনীল। এখনও একরাত বাকি বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হতে। শনিবার সকাল ৯:৩০ টায় বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে শুরু হবে এই ম্যাচ। তার আগে অসি সংবাদ মাধ্যমকে একহাত নিলেন গাভাস্কার। (IND vs AUS 2023)
ভারতের প্রাক্তন অধিনায়ক গতবছর ডিসেম্বর মাসে ব্রিসবেনে খেলা অস্ট্রেলিয়া – সাউথ আফ্রিকার মধ্যে ব্রিসবেনের টেস্ট ম্যাচের পিচের কথা বলেছেন, মাত্র দুই দিনে শেষ হয়ে গেছিলো সেই টেস্ট ম্যাচ। (IND vs AUS 2023)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পিচ নয়, সমস্ত ফোকাস খেলাতে, সপাটে জবাব ভারত অধিনায়ক রোহিত শর্মার
গাভাস্কার বলেছেন – (IND vs AUS 2023)
“অস্ট্রেলিয়া মাইন্ডগেম ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতের পিচ নিয়ে কথা বলে। যে দেশে একটি টেস্ট ম্যাচ। দুই দিনে শেষ হয়ে যায় তাদের ভারতের পিচ নিয়ে কান্নাকাটি করার কোনও মানে হয়না।
ব্রিসবেনে অস্ট্রেলিয়া – সাউথ আফ্রিকা ম্যাচ মাত্র দুই দিনে শেষ হয়েছিল। আসলে খেলা দুই দিনে শেষ হচ্ছে সেটা বড়ো কথা নয়, কিন্তু কি ধরনের পিচ তৈরি হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। যেখানে খুশি বল বাউন্স করছে, ক্রিকেটারদের চোট লাগতে পারে।”
সংশ্লিষ্ট ম্যাচে দুই দিনে গাব্বায় ১৪৪ ওভারে মোট ৩৪ উইকেট পড়েছিলো। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই পিচকে বিলো এভারেজ বলে দাগিয়েছিলো।
আরও পড়ুনঃ Sara Tendulkar : আরসিবির পরম ভক্ত সচিন কন্যা সারা তেন্ডুলকার