BAN vs IND 2022 : ওপেনারদের থেকে এরকম পারফরম্যান্স প্রত‍্যাশিত নয়, রাহুলকে তীক্ষ্ণ মন্তব্যে বিঁধলেন কার্তিক

0
57
Such a performance is not expected from the openers, said Dinesh Karthik, taunting KL Rahul after BAN vs IND 2022 Test Series
Such a performance is not expected from the openers, said Dinesh Karthik, taunting KL Rahul after BAN vs IND 2022 Test Series

BAN vs IND 2022 – ৪৫ টা টেস্ট ম্যাচ খেলার পর টেস্টে গড় ৩৪.২৬। কে এল রাহুলের সমালোচনা শুরুর আগে এই পরিসংখ্যান গুলোকেই দেখালেন অভিজ্ঞ ভারতীয় উইকেট কিপার – ব‌্যাটার দীনেশ কার্তিক। তার মতে একজন ওপেনারের পক্ষে এধ‍রনের ব‍্যাটিং পরিসংখ্যান কখনও আদর্শজনক নয়। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে শুভমান গিলের বদলে কে এল রাহুলকে ওপেনার হিসেবে দেখতে চান তিনি।

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচে অভিষেক ক‍রেছিলেন রাহুল। এরপর এখনও অবধি ৪৫ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহুল, সেখানে ৩৫ এর নীচে গড়ে ২৬০৪ রান করেছিলেন তিনি। আছে সাতটি সেঞ্চুরি এবং ১৩ টা হাফ সেঞ্চুরি। (BAN vs IND 2022)

বাংলাদেশের বিরুদ্ধে দুই ম‍্যাচের টেস্ট সিরিজে রোহিত শর্মা না খেলায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। ভারত ২-০ ব‍্যবধানে জিতে নেয় সেই টেস্ট সিরিজ, কিন্তু গোটা সিরিজ জুড়ে কখনোই চেনা ছন্দে পাওয়া যায়নি রাহুল কে। চার ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ২৩। (BAN vs IND 2022)

বাংলাদেশের বিরুদ্ধে এমন খারাপ পারফরম্যান্স দেওয়ার পর থেকে রাহুলকে টেস্ট দল থেকে সরানোর দাবি জানিয়েছেন অনেকেই, বরং তারা সবাই চাইছে রাহুলের বদলে ওপেন করুক শুভমান গিল। কার্তিকের কাছে রাহুল-গিল বিতর্ক নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন – (BAN vs IND 2022)

“আমি থাকলে রাহুলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম‍্যাচ গুলোয় খেলার সুযোগ দিতাম। কিন্তু সেখানেও রাহুল যদি ব্যর্থ হতো, তাহলে ওর সরে যাওয়া ছাড়া আর কোনও উপায় থাকবেনা। কারণে ইতিমধ্যে চল্লিশ টার বেশি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু গড় তিরিশ – পয়ত্রিশের মধ্যে ঘোড়াফেরা করছে। একজন ওপেনারের থেকে এমনটা প্রত‍্যাশিত নয়, কখনোই। এখনো অবধি যে সকল ভারতের ক্রিকেটারেরা অন্তত ৩৫ টা টেস্ট ম‍্যাচ খেলেছে, তাদের মধ্যে সবচেয়ে খারাপ গড় রাহুলের। (BAN vs IND 2022)

আরও পড়ুনঃ IPL 2023 : ৬০ দিনেই শেষ করতে হবে ২০২৩ এর আইপিএল, জানুন কারণ

এই জায়গায় ওর নজর দেওয়ার বিশেষ প্রয়োজন আছে। ওর মাথাতেও ভবিষ্যতে থাকবে এই ব‍্যাপারটা। যদি ভারতের টেস্ট ক্রিকেট দলে জায়গা পাকা করতে হয় রাহুলের, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কয়েকটি সেঞ্চুরি করতেই হবে ওকে। নাহলে দলে বদল আসার সম্ভাবনা আছে। কারণ শুভমান গিল ইতিমধ্যে বেশ দারুণ কিছু ইনিংস খেলে ফেলেছে।”

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজেও বিশেষ কিছু করে উঠতে পারেনি রাহুল। তিন ম‍্যাচে তার সংগ্রহের রান সংখ্যা ৭৩, ১৪ এবং ৮।

আরও পড়ুনঃ Zidane : জিদানকে ব্রাজিলের কোচ হিসেবে চাইছে নেইমার’রা