Steve Smith : বছরের শুরুতে ব্রাডম‍্যানের রেকর্ড ভাঙলেন স্মিথ 

0
1056
Steve Smith : Steve Smith Surpasses Legendary Sir Don Bradman Record For Most Hundreds in Tests
Steve Smith : Steve Smith Surpasses Legendary Sir Don Bradman Record For Most Hundreds in Tests

Steve Smith – কেনো টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন‍্যতম সেরা ব‍্যাটারদের অন‍্যতম একজন বলে গন‍্য করা হয়, সেটার প্রমাণ ফের আরেকবারের মতো দিলেন স্টিভ স্মিথ। বৃহস্পতিবার সিডনিতে চলতি সাউথ আফ্রিকা – অস্ট্রেলিয়া টেস্ট ম‍্যাচ চলাকালীন একাধিক রেকর্ড ভাঙলেন তিনি দুরন্ত ব্যাটিং করার মধ্যে দিয়ে।

৩৩ বছর বয়সী এই ডান হাতি ব‍্যাটার এদিন কেরিয়ারের তিরিশ তম টেস্ট সেঞ্চুরি করলেন এদিন। এরমধ্যে দিয়ে ডন ব্রাডম‍্যানের ২৯ টা টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড ভাঙলেন স্টিভ স্মিথ। (Steve Smith)

অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টা টেস্টে, ৮০ টা ইনিংসে ২৯ টা টেস্ট সেঞ্চুরি করেছিলেন স্টিভ স্মিথ। ব্রাডম‍্যানের রেকর্ড ভাঙতে ৯২ টা টেস্ট ম্যাচ, ১৬২ টা ইনিংস লাগলো স্মিথের। অস্ট্রেলিয়ার প্রাক্তন দুই অধিনায়ক এই তালিকায় প্রথম দুই স্থানে আছেন, রিকি পন্টিং (৪১) এবং স্টিভ ওয়া (৩২) আছেন প্রথম দুই স্থানে। ম‍্যাথু হেডেনে তিরিশটা টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড স্পর্শ করলেন স্মিথ, অর্থাৎ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে যুগ্ম তৃতীয় সর্বোচ্চ শতরান সংগ্রাহক এখন স্মিথ। (Steve Smith)

সাউথ আফ্রিকার বিপক্ষে এদিন ইনিংস খেলার পথে শুধুমাত্র ডন ব্রাডম‍্যান নয়, আরও একাধিক রেকর্ড ভেঙেছিলেন স্মিথ। অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে বর্তমানে চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক এখন স্মিথ। এক্ষেত্রে ক্লার্ক এবং হেডেন কে টপকে গেলেন তিনি। এখন স্মিথের সামনে আছেন শুধু পন্টিং, বর্ডার এবং ওয়া। (Steve Smith)

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : শুধুমাত্র রোনাল্ডোর খবর দিতে হবে বলে লোক নিয়োগ করছে সৌদি আরবের সংবাদ সংস্থা

২০২২ সালে নভেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ডবল সেঞ্চুরি গড়েছিলেন স্মিথ। কিন্তু এদিন আউট হয়ে গেলেন ১০৪ রান করে। এদিন ইনিংস খেলাকালীন ১১ টা চার এবং দুটো ছক্কা মারেন স্মিথ। তার উইকেট তুলে নেন কেশব মহারাজ। তৃতীয় উইকেটে উসমান খোঁয়াজার (চা পান বিরতিতে যাওয়ার সময় ১৭২* রানে নট আউট আছেন) সাথে ২০৯ রান জুড়েছিলেন স্মিথ, এরফলে ম‍্যাচে ভ‍্যাবাচাকা খেয়ে যাওয়া সাউথ আফ্রিকার দলের বিরুদ্ধে রানের পাহাড় গড়ার পথে অসিরা।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে খেলবেন কি অর্শদীপ সিং, জেনে নিন বিস্তারিত