
FIFA World Cup 2022 – ১ লা ডিসেম্বর কাতার বিশ্বকাপের জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচ ইতিহাসে স্থান পেতে চলেছে। প্রথম মহিলা রেফারি হিসেবে স্টেফানি ফ্রাপার্ট পুরুষদের বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে চলেছেন।
ম্যাচে ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা, আমেরিকার ক্যাথরিন নাসবিট সহযোগী রেফারি হিসেবে কাজ করবেন। এই ম্যাচটা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) ইতিহাসে প্রথম ম্যাচ হতে চলেছে যেখানে সব মহিলা রেফারি মিলে ম্যাচ পরিচালনা করবেন। গত সপ্তাহে মেক্সিকো – পোল্যান্ড ম্যাচে ফ্রাপার্ট সহযোগিতা রেফারি হিসেবে কাজ করেছিলেন।
কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022 ) শুরুর আগে ঐতিহাসিক ম্যাচ পরিচালনা সম্পর্কে FIFA কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রাপার্ট বলেছিলেন –
“আমরা চাপটা টের পাচ্ছি, তবে নিজেদের উপর তার প্রভাব ফেলতে দেবোনা। মিডিয়া নিয়ে ভাবছি না, বরং ঠান্ডা মাথায়, মনোযোগ দিতে চাই ম্যাচে। সব ফোকাস মাঠে।”
This Thursday, an all-female refereeing trio will take charge of a men’s @FIFAWorldCup match for the first time.
— FIFA.com (@FIFAcom) November 29, 2022
Stéphanie Frappart will be joined by assistants Neuza Back and Karen Diaz in overseeing @fedefutbolcrc against @DFB_Team.
History in the making! 🙌 pic.twitter.com/KusT7SOUn9
History is set to be made on Thursday! 🤩
— FIFA World Cup (@FIFAWorldCup) November 30, 2022
There will be an all-female refereeing trio taking charge for the first time at a men's #FIFAWorldCup in the match between Costa Rica and Germany.
Referee Stéphanie Frappart will be joined by assistants Neuza Back and Karen Diaz. 👏 pic.twitter.com/fgHfh2DICK
কাতারের কুখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে বলতে গিয়ে ফ্যাপার্ট বলেছেন –
“ফিফার তরফ থেকে কাতার বিশ্বকাপে মহিলা রেফারিদের ম্যাচ পরিচালনা করার দায়িত্ব দেওয়া খুব শক্তিশালী একটা পদক্ষেপ।”