IND vs SL 2023 – পুণের মাঠে ভারতকে হারিয়ে দারুণ ভাবে সিরিজের সমতায় ফিরে এলো শ্রীলঙ্কা। এর ফলে সিরিজের ফলাফল ১-১।
ভারত পাওয়ার প্লে’তে দ্রুত উইকেট হারায়। পরবর্তী সময়ে সূর্য কুমার যাদব এবং শিবম মাভি মিলে ৮৯ রানের পার্টনারশিপ জুড়েও শেষ অবধি ভারতের জয় নিশ্চিত করতে পারিনি।
The match went down to the wire but it is Sri Lanka who won the second T20I by 16 runs.
— BCCI (@BCCI) January 5, 2023
Scorecard ▶️ https://t.co/Fs33WcZ9ag #TeamIndia | #INDvSL pic.twitter.com/YoE4hvgZoA
টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর অর্শদীপের নো বলের সুযোগ নিয়ে দারুণ শ্রীলঙ্কার ব্যাটাররা ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেন। পরবর্তী সময়ে যুজবেন্দ্র চাহাল এবং আক্সার প্যাটেল ভারতকে লঙ্কা ব্রিগেড কে ম্যাচে ফেরায়। পরবর্তী সময়ে ২২ বলে ৫৬ রান করে আবার শ্রীলঙ্কা’কে ম্যাচে ফেরায় সানাকা। পরবর্তীতে শ্রীলঙ্কা ২০৬ রানে পৌঁছায়।
পরবর্তী সময়ে রানতাড়া করতে নেমে ভারত ১০ ওভারে ৫৭ রানে ইশান কিষাণ, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা। পরবর্তী সময় আক্সার প্যাটেল এবং সূর্য কুমার যাদব জুঁটিতে ৮৯ রান জোড়ে। পরবর্তী সময়ে ৩৬ বলে ৫১ রান করে আউট হয় সূর্য কুমার যাদব।
পরবর্তী সময়ে শিবম মাভির ১৫ বলে ২৬ রান করে আউট হলেও ভারত ম্যাচে জয়লাভ করতে পারিনি। আক্সার প্যাটেলের ৩১ বলে ৬৫ রানের ইনিংস’ও কোনও কাজে আসেনি।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ইংল্যান্ডের ক্রিকেটার হলে পাহাড় প্রমাণ টাকা পেতো সানাকা