IND vs SL 2023 : বৃথা গেলো আক্সারের ব‍্যাটেল, ভারতকে হারিয়ে দ্বিতীয় ম‍্যাচে সমতায় ফিরলো শ্রীলঙ্কা 

0
21
Sri Lanka came back to level the IND vs SL 2023 T20 Series after defeating India
Sri Lanka came back to level the IND vs SL 2023 T20 Series after defeating India

IND vs SL 2023 – পুণের মাঠে ভারতকে হারিয়ে দারুণ ভাবে সিরিজের সমতায় ফিরে এলো শ্রীলঙ্কা। এর ফলে সিরিজের ফলাফল ১-১।

ভারত পাওয়ার প্লে’তে দ্রুত উইকেট হারায়। পরবর্তী সময়ে সূর্য কুমার যাদব এবং শিবম মাভি মিলে ৮৯ রানের পার্টনারশিপ জুড়েও শেষ অবধি ভারতের জয় নিশ্চিত করতে পারিনি।

টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ব‍্যাট করার সিদ্ধান্ত নেয়। এরপর অর্শদীপের নো বলের সুযোগ নিয়ে দারুণ শ্রীলঙ্কার ব‍্যাটাররা ম‍্যাচে দারুণ প্রত‍্যাবর্তন করেন। পরবর্তী সময়ে যুজবেন্দ্র চাহাল এবং আক্সার প‍্যাটেল ভারতকে লঙ্কা ব্রিগেড কে ম‍্যাচে ফেরায়। পরবর্তী সময়ে ২২ বলে ৫৬ রান করে আবার শ্রীলঙ্কা’কে ম‍্যাচে ফেরায় সানাকা। পরবর্তীতে শ্রীলঙ্কা ২০৬ রানে পৌঁছায়।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অভিষেক ম‍্যাচে চোখ ধাঁধানো ক‍্যাচ নিয়ে সবাইকে স্তম্ভিত করলেন রাহুল, দেখুন ভিডিও 

পরবর্তী সময়ে রানতাড়া করতে নেমে ভারত ১০ ওভারে ৫৭ রানে ইশান কিষাণ, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া এবং দীপক হুডা। পরবর্তী সময় আক্সার প‍্যাটেল এবং সূর্য কুমার যাদব জুঁটিতে ৮৯ রান জোড়ে। পরবর্তী সময়ে ৩৬ বলে ৫১ রান করে আউট হয় সূর্য কুমার যাদব।

পরবর্তী সময়ে শিবম মাভির ১৫ বলে ২৬ রান করে আউট হলেও ভারত ম‍্যাচে জয়লাভ করতে পারিনি। আক্সার প‍্যাটেলের ৩১ বলে ৬৫ রানের ইনিংস’ও কোনও কাজে আসেনি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ইংল্যান্ডের ক্রিকেটার হলে পাহাড় প্রমাণ টাকা পেতো সানাকা