বুধবার বিশ্বকাপের (FIFA World Cup 2022) গ্রুপ ‘ই’র ওপেনিং ম্যাচে কোস্টারিকা’কে ৭-০ গোলে হারালো স্পেন।
খেলার শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে লুইস এনরিকের ছেলেরা। ম্যাচের ১১ গাভির নেওয়া শট থেকে ফিরতি বলে জালে বল জড়িয়ে দেন ডানি ওলমো। আর বি লিপজিগের স্ট্রাইকার কঠিন কোন থেকে বল জালে জড়াতে কোনও ভুল করেননি। (FIFA World Cup 2022)
The perfect start for Spain 🇪🇸@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 23, 2022
ম্যাচে কিছুতেই স্প্যানিশ আক্রমণ সামাল দিতে পারছিলোনা কোস্টারিকা। ২১ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় ইউরোপের চ্যাম্পিয়ান দল। জর্ডি আলাবার গড়ানো পাস থেকে গোল করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মার্কো আসেন্সিও। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে সুযোগ পেলো বাংলার শাহবাজ আহমেদ
২৯ মিনিটে কোস্টারিকার ডিফেন্ডার দুয়ারতে জর্ডি আলবা’কে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় স্পেন। পেনাল্টি থেকে গোল করেন ফেরান টোরেস। (FIFA World Cup 2022) ৩-০ গোলে এগিয়ে যায় স্পেন। ১৯৩৪ সালের পর এই প্রথম বার বিশ্বকাপের কোনও ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে গেলো স্পেন। সেবার ব্রাজিলের বিরুদ্ধে এই কীর্তি ঘটান তারা।
৫৪ মিনিটে ফের গোল করেন টোরেস। এরপর ৭৩ মিনিটে দুর্দান্ত গোল করেন গাভি। ২০২২ সালের কোপা ট্রফি বিজেতা বিশ্বকাপে নিজের আগমন ঘোষণা করলেন দারুণ ভাবে। এরপর সোলার এবং মোরাতা দুটো গোল করে খেলায় ইতি টানেন।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মরুদেশে সূর্যোদয়, ২-১ গোলে জার্মানি কে হারালো জাপান