
নতুন বছরের প্রথম দিনেই এক রহস্যময় ট্যুইট করলেন (Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
ট্যুইটে ৫ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেই ভিডিয়ো ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকের মতে এটা হল সৌরভ’কে (Sourav Ganguly) নিয়ে তৈরি হওয়া বায়োপিকের একটি ঝলক।
এক সময় জল্পনা ছিল ভারতীয় ক্রিকেটের মহারাজের চরিত্রে অভিনয় করতে পারেন হৃতিক রোশন। পরে রণবীর কপূরের নামও শোনা গিয়েছিল। এখনও পর্যন্ত যদিও কোনও চূড়ান্ত নাম জানানো হয়নি। তবে এই ভিডিয়ো’তে সৌরভ গঙ্গোপাধ্যায়’কেই দেখা গিয়েছে।
মহারাজের পোস্ট করা সেই ভিডিয়োটি’তে দেখা যাচ্ছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাট করছেন। প্রথমে সাদা জার্সি এবং পরে ভারতীয় দলের নীল জার্সি পরে ব্যাট করছেন তিনি। ভিডিয়ো’তে সৌরভ’কে ৯৯ নম্বর জার্সি পরে ছক্কা হাকাতে দেখা যাচ্ছে। যদিও সৌরভের চরিত্রেকে অভিনয় করবেন তা জানা যায়নি।
প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই সৌরভের (Sourav Ganguly) বায়োপিক তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছে সৌরভের বায়োপিক তৈরি করার জন্য বিশাল অঙ্কের অর্থ নিয়ে নামছে ভায়াকম প্রযোজনা সংস্থা। সূত্রের খবর, এই ছবিতে ১৯৯৬ সালে শতরান দিয়ে সৌরভের অভিষেক থেকে স্টিভ ওয়-র অস্ট্রেলিয়া’র বিজয়রথ থামিয়ে দেওয়া এবং লর্ডসের বারান্দায় জামা ওড়ানো সবই থাকছে।
এছাড়াও ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা ভারতীয় দল ও ক্যাপ্টেন সৌরভের সেই লড়াই-এর গল্পও থাকবে। দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা। বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান সৌরভের জীবনে নানান ওঠাপড়া নিয়েই তৈরি হবে দাদা’র জীবনচিত্র। কারণ সৌরভের জীবন টেক্কা দিতে পারে যেকোনও সিনেমার হিট চিত্রনাট্য’কে। সেই ভাবনাই নাকি ঘুরছে প্রযোজনা সংস্থা’র মাথায়।
— Sourav Ganguly (@SGanguly99) January 1, 2023
আরও পড়ুনঃ Indian Cricket Team : এবছর ওয়ানডে বিশ্বকাপের দল বাছাই করে নিলো ভারতীয় ক্রিকেট বোর্ড
২০২১ সালে সৌরভ একটি ট্যুইট করে জানিয়েছিলেন তার বায়োপিক তৈরি হওয়ার কথা। তিনি (Sourav Ganguly) সেই ট্যুইটে লিখেছিলেন,
“ক্রিকেট আমার জীবন। আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, এগিয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই যাত্রার স্বাদ আনন্দের। সেই যাত্রা নিয়ে ছবি করবে এলইউভি। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবন।”
তবে জীবনচিত্র তৈরি হচ্ছে এটা জানালেও, তার চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানাননি সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের জানুয়ারি মাসে একটি অনুষ্ঠানে জীবনচিত্র প্রসঙ্গে সৌরভ বলেছিলেন,
“খুব বেশি দেরি নেই। আগামী দেড় বছরের মধ্যেই পর্দায় দাদা’র বায়োপিক দেখা যাবে।”
সেই হিসাবে দেখতে গেলে নতুন বছরেই সৌরভের বায়োপিক আসতে পারে। তাই বছরের প্রথম দিনেই সৌরভ (Sourav Ganguly) ট্যুইট করে তা জানালেন বলেও মনে করা হচ্ছে। তবে সময় বলবে এটি আসলে কীসের ক্লিপ দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।