Sourav Ganguly – ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ফের আইপিএলে প্রত্যাবর্তন করতে চলেছেন। দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেট পদে দেখা যাবে তাকে। দিল্লি ফ্রাঞ্চাইজির তিনটি দলের দায়িত্ব সামলাতে দেখা যাবে তাকে।
PTI এর রিপোর্ট অনুযায়ী দুবাই ক্যাপিটালস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস দলের দায়িত্ব পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরের দুই দল আইএলটি ২০ এবং সিএসএ টি ২০ তে অংশগ্রহণ করবে, সংযুক্ত আরব আমিরশাহি এবং সাউথ আফ্রিকায় টি ২০ ফ্রাঞ্চাইজি লিগে খেলবে এই দুই দল।
Sourav Ganguly can be seen in a new role 🏏#CricketTwitter #ipl pic.twitter.com/i8pzqx2NZy
— Sportskeeda (@Sportskeeda) January 3, 2023
২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করতে দেখা গেছিলো। পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে নির্বাচন লড়েছিলেন বলে সেই দায়িত্ব ছেড়ে দেন। এই দায়িত্ব নেওয়ার অর্থ হলো দিল্লির কোচ রিকি পন্টিংয়ের সাথে কাজ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড়ো দায়িত্ব এখন দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা। কারণ দূর্ঘটনায় আহত হওয়ার ফলে ঋষভ পন্তের এবছর আইপিএলে খেলাকে কেন্দ্র করে প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে ইতিমধ্যে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পুণে ওয়ারিওরসের হয়ে খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১২ সালে শেষ বার তাকে পুণের হয়ে আইপিএলে খেলতে দেখা গেছিলো।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে দেখা গেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়’কে। পরবর্তী সময়ে বিসিসিআই এর প্রেসিডেন্ট হন। অবশ্য এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি।