Sourav Ganguly : ‘তুমি এখন প্রেসিডেন্ট নও, সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাকশ‍্যে হুমকি দিলেন সুনীল গাভাস্কার

0
11
Sourav Ganguly : 'Hello? You're no longer BCCI president. So you better...': Gavaskar's unexpected message to Sourav Ganguly on Live TV
Sourav Ganguly : 'Hello? You're no longer BCCI president. So you better...': Gavaskar's unexpected message to Sourav Ganguly on Live TV

Sourav Ganguly – কিংবদন্তি ক্রিকেটার হওয়ার পাশাপাশি ফুটবল ভক্ত হিসেবেও দারুণ জনপ্রিয় সুনীল গাভাস্কার। এবার কাতার বিশ্বকাপ ফাইনাল দেখতে লুসাইল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তিনি। সেখানে আর্সেনালের কিংবদন্তি কোচ আর্সেন উইংগারের সাথে দেখা হয়েছিল তার।

পরবর্তী সময়ে একটি ইনস্টাগ্রাম পোস্টে আর্সেন ওয়েংগারের সাথে একটা ছবি শেয়ার করার পাশাপাশি সুনীল কিংবদন্তি ফুটবল কোচের সাথে দেখা দেখা করার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ভারত বাংলাদেশ টেস্ট ম‍্যাচের প্রথম দিনের খেলা চলাকালীন সেই ছবি নিয়ে বেশ কিছু সময় আড্ডা দিয়েছেন গাভাস্কার, জানিয়েছেন থিয়েরি অঁরির খেলা দেখে আর্সেনালের ফ‍্যান হয়ে উঠেছিলেন তিনি। (Sourav Ganguly)

অঁরির সই করা জার্সি নিয়েছিলেন তিনি। কিন্তু সেটা বর্তমানে আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। এরপর ক‍্যামেরার দিকে তাকিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক কে উদ্দেশ্য করে সুনীল গাভাস্কার বলেন, ১২ ই জানুয়ারি, ২০২৩ এ ভারত – শ্রীলঙ্কা ওডিআই ম‍্যাচের জন্যে কলকাতায় হাজির থাকবেন তিনি, সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে যেনো সেই জার্সি ফেরত দেয়। (Sourav Ganguly)

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রেকর্ডবুকে সচিন, দ্রাবিড়ের পাশে স্থান করে নিলেন পূজারা, ভাঙলেন ব্রাডম‍্যানের রেকর্ড

“ভাই সৌরভ গঙ্গোপাধ্যায়। আমার জার্সি কই ? ১২ ই জানুয়ারি কলকাতায় আসছি আমি, আমার জার্সি যেনো গোছানো থাকে। কোনও কথা শুনবো না। তুমি এখন প্রেসিডেন্ট নও, এখন হাতে অনেক সময়। অঁরি যে জার্সিটা আমার জন্য সই করে দিয়েছে, সেটা ১২ তারিখ আমাকে দেওয়ার জন্য রেডি রেখো।”

এই একই আলোচনায় সুনীল গাভাস্কার জানিয়েছেন তার ছেলে রোহন গাভাস্কার ম‍্যানচেস্টার ইউনাইটেডের ফ‍্যান। তাই তিনি আর্সেনালের ফ‍্যান হওয়ার সুবাদে প্রায়শই ছেলের সাথে নিজেদের পছন্দের ক্লাব নিয়ে খুনসুটি লেগেই থাকে।

আরও পড়ুনঃ Mbappe : প‍্যারিস সাঁজা ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে