Gautam Gambhir – ভারতীয় ক্রিকেটার এবং ভারতের ক্রিকেট নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন সোহেল খান। এবার বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর কে ” ৪ ফুটের রাজপাল যাদব” বললেন সোহেল খান।
ওই একই সাক্ষাৎকার দেওয়ার সময় সোহেল ভারতের উদীয়মান পেসার উমরান মালিক’কে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, বলেছেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট মহলে উমরান মালিকের মতো ক্রিকেটারের ছড়াছড়ি। তিনি বলেছেন –
“উমরান মালিককে আমার ভালো বোলার বলেই মনে হয়। আমি ১-২ টো ম্যাচ দেখেছি। ভালো দৌড়োয়, বাদবাকি সবকিছু ভালো। তবে যদি ১৫০-১৫৫ কিমি প্রতি ঘন্টার বেগে বল করা বোলাররা পেসার, তাহলে এই মুহূর্তে পাকিস্তানে ১০-১২ টা বোলার দেখিয়ে দেবো, যারা টেপ বলে বোলিং করতে পারে এই গতিতে। আমাদের এখানে ট্রায়ালে যান, দেখবেন প্রচুর এমন বোলার পাবেন।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিন আতঙ্ক ঘুরছে অসি শিবিরে
বর্তমানে ভারতের সবচেয়ে গতিমান বোলার উমরান মালিক। ২০২১ সালের আইপিএলে অভিষেকে নজরকাড়া বোলিং পারফরম্যান্স দিয়েছেন উমরান। ২০২২ সালে আন্তর্জাতিক অভিষেক করেন, যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তার।
এমনিতেই পাকিস্তানে পেসারদের প্রাচুর্যতা চোখে পড়ার মতো। তবে তার মধ্যে সব বোলাররা যে দীর্ঘ মেয়াদের জন্যে খেলেছেন, এমনটা নয়।