
PAK vs ENG 2022 – মুলতানে সোমবার ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে হেরে গেছে পাকিস্তান। পাশাপাশি টেস্ট সিরিজ হাতছাড়া করেছে তারা। এই নিয়ে ঘরের মাঠে টানা দ্বিতীয় বারের মতো টেস্ট সিরিজ হারলো পাকিস্তান, আর পাকিস্তানের এই হারের পর প্রশ্ন উঠছে বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে।
বাবর আজম বা মহম্মদ রিজওয়ান, ইদানিং সময় টেস্ট ক্রিকেটে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেনা। দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন হতবাক করে দিয়েছিলো বাবর আজমকে, সংশ্লিষ্ট সাংবাদিক বাবর এবং রিজওয়ান’কে টি টোয়েন্টি ক্রিকেটে বেশি ফোকাস করতে পরামর্শ দিয়েছিলেন। (PAK vs ENG 2022)
সংশ্লিষ্ট সাংবাদিকের এমন কথা একদম হজম হয়নি বাবর আজমের, তিনি পাল্টা তাকে প্রশ্ন করেন –
“আপনি আমায় টেস্ট ক্রিকেট ছাড়তে বলছেন ?” এরপর বাবর স্পষ্ট করে দেন, টেস্ট ক্রিকেট ছাড়ার কোনও চিন্তা ভাবনা এইমুহুর্তে নেই তার। (PAK vs ENG 2022)
এদিন, মুলতানে দ্বিতীয় টেস্ট ২৬ রানে জিতে নিলো ইংল্যান্ড। বেন স্টোকসের নেতৃত্বে এদিন পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়লো ইংল্যান্ড ক্রিকেট দল।
Hard-fought Test match 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) December 12, 2022
Congratulations to @englandcricket on winning the series.#PAKvENG | #UKSePK pic.twitter.com/7Ays6MOagD
দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফরে গেছিলো ইংল্যান্ড দল। সেদেশের মাটিতে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো ইংল্যান্ড। (PAK vs ENG 2022)
টেস্টের শেষ দিন পাকিস্তানের শদ শাকিল ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ওলি পোপের হাতে তিনি তালুবন্দি হন বিতর্কিত ভাবে। ইমাম উল হকের সাথে চতুর্থ উইকেটে ১০৩ রান জুড়েছিলো শাকিল, যা ম্যাচে পাকিস্তানকে লড়াইয়ের মধ্যে রেখেছিলো। (PAK vs ENG 2022)
ম্যাচে পাকিস্তানের সবচেয়ে স্মরণীয় ঘটনাটি হলো আবরার আহমেদের দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নেওয়া। প্রথম ইনিংসে সাত উইকেট নেন আবরার, দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। এছাড়া ব্যাট হাতেও খানিকটা কার্যকর ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন তিনি। (PAK vs ENG 2022)
দ্বিতীয় ইনিংসে ১০৮ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হ্যারি ব্রুক।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে একজন অতিরিক্ত স্পিনারকে খেলানো উচিত, মত জাফরের
ইংল্যান্ডের তোলা প্রথম ইনিংসে ২৮১ রানের জবাবে পাকিস্তান ২০২ রানে অল আউট হয়ে যায়, সৈজন্যে জ্যাক লিচ, মার্ক উড এবং জো রূটের দারুণ বোলিং পারফরম্যান্স। বাবর আজম (৭৫) এবং শদ শাকিল (৬৩) ব্যাট হাতে লড়াই দিয়েছিলো ব্যাট হাতে। কিন্তু তারা দলের বাকি ব্যাটারদের থেকে কোনও সহায়তা পাইনি।
২৭৫ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জয়ের থেকে ২৬ রান দুরে থমকে যায় ব্রিটিশ দল। ৬৫ রানে ৪ উইকেট নিয়েছেন মার্ক উড। দ্বিতীয় ইনিংসে দুটো করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন এবং জেমস অ্যান্ডেরসন।
এদিন জয়ের সুবাদে ২-০ ব্যবধানে জিতেনিলো এই তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিলো ইংল্যান্ড ক্রিকেট দল।
শনিবার, ১৭ ই ডিসেম্বর সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হবে করাচিতে। ব্রেন্ডন ম্যাকালাম টেস্ট ক্রিকেট দলের কোচ হওয়ার পর নয়টি টেস্টর মধ্যে আটটি জিতেছে ইংল্যান্ড। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করতে পারে কিনা তারা, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মেসির হাতে কাপ উঠুক চান সদ্য প্রাক্তন স্পেনের কোচ এনরিকে