
Smriti Mandhana – প্রথমবারের উমেন্স প্রিমিয়ার লিগের অকশনে ইতিহাস সৃষ্টি করলেন স্মৃতি মান্ধানা, ৩.৪০ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে যোগদান করলেন তিনি। এদিন নিলামে নাম তোলা প্রথম ক্রিকেটার তিনি, সবচেয়ে বেশি দামে বিক্রি’ও হয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ককে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্স’ও। কিন্তু শেষ অবধি রেকর্ড পরিমাণ অর্থে আরসিবিতে যোগদান দিলেন স্মৃতি মান্ধানা।
মেয়েদের প্রিমিয়ার লিগের ২০২৩ সালের সবচেয়ে দামি ক্রিকেটার স্মৃতি মান্ধানা। মুম্বাইতে এদিন নিলামে প্রথম ওঠা ক্রিকেটার ছিলেন স্মৃতি মান্ধানা। ৫০ লাখ টাকা থেকে শুরু হয় বিড। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে দারুণ দর কষাকষি শুরু হয়। বাকি তিন ফ্রাঞ্চাইজি কার্যত দর্শকের ভূমিকায় ছিলো এখানে। (WPL Auction 2023)
কিছু সময়ের মধ্যে তিন কোটি টাকা দর উঠে যায়। এরপর ৩.৪ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নেয় স্মৃতি মান্ধানাকে। খবর চাউর হওয়ার পর ট্যুইট করেন স্মৃতি মান্ধানা। বেঙ্গালুরু বাসীর উদ্দেশ্যে বলেন,
“নামাস্কারা বেঙ্গালুরু”। (WPL Auction 2023)
মান্ধানা কে দলে নেওয়ায় ভীষণ খুশি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। পরবর্তী সময়ে আরসিবির ট্যুইটার হ্যান্ডেল থেকে এই খবর ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়। আরসিবির এই ট্যুইট ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো WPL এর থেকে প্রাপ্য অর্ধের বিচারে তিনি ছাপিয়ে গেছেন পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী সকল ক্রিকেটারদের। তালিকায় আছে বাবর আজম, শাহীন আফ্রিদির মতো পাক তারকা’রা। (Smriti Mandhana)
পাকিস্তান সুপার লিগে ড্রাফট সিস্টেম আছে। সেখানে প্ল্যাটিন্যাম ক্যাটেগরি তে থাকা ক্রিকেটারের স্যালারি ১.৪০ কোটি টাকা। মান্ধানা ডবল ইনকাম করবেন পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তুলনায়। (Smriti Mandhana)
আরও পড়ুনঃ Babar Azam : অনুশীলনে টানা ছয় ছক্কা ! PSL শুরুর আগে আগুনে মেজাজে বাবর, দেখুন ভিডিও
ভারতীয় ক্রিকেটের জগতে অন্যতম সেরা ক্রিকেটারদের একজন স্মৃতি মান্ধানা। তাই নিলাম থেকে এতো বিরাট পরিমাণ অর্থ তাকে পেতে দেখতে তেমন একটা অবাক হয়নি কেউই। রেনুকা সিং, রিচা ঘোষ, সোফি ডিভাইন এবং এলিস পেরির সাথে আরসিবিতে খেলবেন স্মৃতি। (Smriti Mandhana)
১.৫ কোটি টাকা দিয়ে রেনুকা সিংকে দলে নিয়েছিলো আরসিবি। ১.৭.কোটি টাকা দিয়ে পেরিকে নিয়েছে তারা। ২০২৩ সালের মেয়েদের প্রিমিয়ার লিগে আরসিবিকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা।
“সবাই মান্ধানা এবং পেরিকে চেনে। আমরা বেশ কিছু ক্রিকেটারকে নেবো বলে আগের থেকেই ছক কষে রেখেছিলাম। এমনকি কোয়ালিটির ক্রিকেটারদের নিয়ে আমরা ভীষণ খুশি। মান্ধানা, পেরি এবং ডিভাইনকে একসাথে পাওয়া মানে বিরাট বিষয়। স্মৃতির মধ্যে ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষমতা আছে,এছাড়া ভারতের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল, তাই এবিষয়ে অনেকটা এগিয়ে সে।” – নিলামের দিন আরসিবির ডিরেক্টর অফ ক্রিকেট মাইক হেসন এমনটাই বলেছেন সাংবাদিকদের।
আগামী ৪ ই মার্চ থেকে ২৬ শে মার্চ জুড়ে খেলা হবে উমেন্স প্রিমিয়ার লিগ। গোটা টুর্নামেন্টটাই খেলা হবে মুম্বাইতে।
আরও পড়ুনঃ Rohit Sharma : রোহিত শর্মার কেরিয়ারের শুরুর দিকে অজানা কাহিনী শোনালেন হরভজন সিং