Border-Gavaskar Trophy, 1st Test : খেলা চলাকালীন হাল্কা মেজাজে পাওয়া গেলো স্মিথ এবং কোহলিকে, দেখুন ভিডিও 

0
16
Smith and Kohli were found in a light mood during Border-Gavaskar Trophy, 1st Test
Smith and Kohli were found in a light mood during Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে বৃহস্পতিবার বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজ ঘিরে শুরু থেকেই মানুষের প্রত‍্যাশা এক অন‍্যমাত্রায় পৌঁছে ছিলো। এই সিরিজে সন্মুখ সমরে হয়েছেন স্টিভ স্মিথ এবং বিরাট কোহলি। আধুনিক যুগের ক্রিকেটে যে ফ্যাব ফোর বলা হয় চার ক্রিকেটারকে তাদের মধ্যে অন‍্যতম দুজন এনারা বাকি দুজন হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ইংল্যান্ডের জো রুট।

মাঠে তাদের প্রতিদ্বন্দ্বীতা অন‍্যমাত্রায় পৌঁছে গেলেও খেলার বাইরে একে অপরের বিরুদ্ধে সমান শ্রদ্ধাশীল এই দুই ক্রিকেটার। নাগপুরে বৃহস্পতিবার প্রথম দিনের খেলা চলাকালীন সেই দৃশ্য ফের ধরা পড়েছে একবার। ইনিংসের ১৪ তম ওভারের ঘটনা। আক্সার প‍্যাটেল মেডেন দেওয়ার পর বোলিং চেঞ্জের সময় স্মিথের সাথে হাল্কা মেজাজে পাওয়া গেছে কোহলিকে। দুজনকে বেশ কিছু সময় গল্প করে কাটাতে দেখা গেছে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Border-Gavaskar Trophy, 1st Test)

প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৭৭ রান ১ উইকেটে। ক্রিজে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (৫৬*) এবং নাইট ওয়াচম‍্যান রবিচন্দ্রন অশ্বিন (০)।

এদিন, ম‍্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক প‍্যাট কামিন্স। শুরুতেই মহম্মদ সিরাজ উসমান খোয়াঁজার উইকেট তুলে নেন। সিরাজের লেগ স্টাম্প বরাবর লক্ষ‍্য করে ছোড়া বল খোঁয়াজাকে উইকেটের সামনে বিপাকে ফেলে দেয়। এলবিডব্লিউর আবেদন করেন সিরাজ। কিন্তু অনফিল্ড আম্পায়ার তা নাকচ করে দেন। এরপর ভারত অধিনায়ক রোহিত শর্মা রিভিউ নিলে দেখা যায় বল লাইনে আছে এবং উইকেটে হিট করে। তারপর খোয়াজাকে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়।

খোয়াজার আউট হওয়ার রেশ কাটার আগেই ফের অসি শিবিরে ধাক্কা দেয় ভারত। ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন মহম্মদ শামি। ২ রানে ২ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

এরপর অসিদের লড়াইয়ে ফেরানোর প্রবল চেষ্টা করেন লাবুসানে এবং স্মিথ। ভারতের স্পিনারদের দারুণ ভাবে সামাল দিচ্ছিলো তারা। তৃতীয় উইকেটে ৮২ রান জুড়েছিলো দুজনে। অবশ্য স্মিথের একটি সহজ ক্যাচ মিস করেছিলেন বিরাট কোহলি। লাঞ্চ ব্রেকে যাওয়া অস্ট্রেলিয়ার স্কোর ছিলো ৭৬ রান ২ উইকেট।

লাঞ্চের পর ভারতকে বিশেষ করে রবীন্দ্র জাদেজাকে আলাদা ফর্মে পাওয়া গেছে। ফেরান ছন্দে থাকা লাবুসানেকে (৪৯), এর পরের ডেলিভারিতছ রেনশ (০) কে, এরপর অসামান্য একটা বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের উইকেট তুলে নেন তিনি।

অ্যালেক্স ক্যারিকে (৩৬) বেশ দারুণ দেখাচ্ছিলো খেলা চলাকালীন। কিন্তু অশ্বিনের বলে রিভার্স স‍্যুইপ চালাতে গিয়ে আউট হয়ে বসেন। এটাই লাল বলের ক্রিকেটে ৪৫০ তম উইকেট ছিলো অশ্বিনের। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে ৪৫০ টা টেস্ট উইকেট নিলেন অশ্বিন। ভাঙলেন অনিল কুম্বলের রেকর্ড। কুম্বলে ৪৫০ টেস্ট উইকেট নিয়েছিলেন ৯৩ টা টেস্টে, অশ্বিনের লাগলো ৮৯ টা টেস্ট। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্ট ক‍্যাপ হাতে পেতেই মাকে জড়িয়ে ধরলেন ভারত, ভাইরাল হলো ছবি 

বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৪৫০ টেস্ট উইকেট নিলেন অশ্বিন। তার আগে প্রথম স্থানে আছেন মুথাইয়া মুরলীধরন, তার লেগেছিলো ৮০ টা ম‍্যাচ। অস্ট্রেলিয়ার দুই বোলার গ্লেন ম‍্যাকগ্রাথ (১০০) এবং শেন ওয়ার্ন (১০১) হলেন প্রথম পাঁচ জনের তালিকায় শেষ দুই ক্রিকেটার।

এরপর প‍্যাট কামিন্সের (৬) উইকেট ও নেন তিনি। স্লিপে কামিন্স কে তালুবন্দি করে বিরাট কোহলি। পরবর্তী সময়ে টড মার্ফি এবং পিটার হ্যান্ডসকম্বের (৩১) তুলে নিয়ে ইনিংসে ৫ উইকেট নেওয়া হয়ে যায় জাদেজার।

অস্ট্রেলিয়ার তোলা প্রথম ইনিংসে ১৭৭ রানের জবাবে প্রথম উইকেটে ৭৬ রান জোড়ে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং কে এল রাহুল। এদিন আলাদা মেজাজে পাওয়া গেছে রোহিত শর্মা’কে, নয়টা চার এবং একটি ছক্কা মারেন তিনি।

খেলা শুরুর কিছু আগেই আউট হন কে এল রাহুল (২০) ম‍্যাচে টেস্ট অভিষেকারী টড মার্ফির হাতে একটি সাধারণ ক‍্যাচ তুলে দিয়ে বসেন তিনি। গোটা দিনটাই ভারতের দাপট দেখার মতো ছিলো।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : টেস্ট অভিষেকে চমকপ্রদ রেকর্ড গড়লেন সূর্য কুমার যাদব