IND vs NZ 2023 – রোহিত শর্মার লম্বা লম্বা ছক্কা হাকানোর সহজাত প্রতিভার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক সলমন বাট। তার মতে খুব সহজেই এমন বড়ো শট খেলতে পারেন ভারতের অধিনায়ক।
রোহিত শর্মা যখন ছন্দে থাকেন, তখন তার ব্যাটিং দেখার মধ্যে আলাদা একটা ভালোলাগা কাজ করে। সলমনের মতে একটা ধীর সৌন্দর্য আছে রোহিত শর্মার ব্যাটিংয়ে, যার জন্যে ব্যাটিং’টা খুব সহজ বলে মনে হয় মাঝেমধ্যে (IND vs NZ 2023), প্রাক্তন পাক অধিনায়কের বক্তব্য –
“খুব সহজেই ছয় মারতে পারেন রোহিত শর্মা। ওনার ব্যাটিংয়ে একটা ধীর সৈন্দর্য আছে। টাইমিং অসাধারণ। রোহিত যখন ছন্দে থাকে, তখন ওর ব্যাটিং করা কালীণ সবকিছু অসম্ভব সহজ মনে হয়। ওনার ফ্লো খুবই ভালো।”
Rohit Sharma does not play for the big scores 👊🏻🔥#CricketTwitter #indvsnz pic.twitter.com/3pb3WwhDVa
— Sportskeeda (@Sportskeeda) January 21, 2023
এখানে জানিয়ে রাখি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ছয় মারার রেকর্ড এখন রোহিত শর্মার দখলে। ২৩৩ ইনিংসে ২৬৭ টা ছয় মেরেছেন তিনি। তালিকায় প্রথম তিন স্থানে আছেন, শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেইল (৩৩১), সনৎ জয়সূর্য (২৭০)।
গত শনিবার নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে (IND vs NZ 2023) ইতিমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ২৪ শে জানুয়ারি মঙ্গলবার ইন্দোরে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে নামবে দুই দেশ।
আরও পড়ুনঃ MS Dhoni : অধিনায়ক ধোনির চিন্তার ভূয়সী প্রশংসা করলো প্রাক্তন পাক তারকা