আসন্ন শ্রীলঙ্কা সফরে (SL vs AFG) ওডিআই’এর জন্যে ১৮ জনের দল ঘোষণা করলো আফগানিস্তান।
আফগানিস্তানের ওয়ানডে দলে প্রত্যাবর্তন করলেন অলরাউন্ডার গুলবদিন নাইব এবং বাঁ – হাতি স্পিনার নুর আহমেদ। দুজনেই এবছর জুন মাসে জিম্বাবোয়ে সফরে খেলার সুযোগ পাননি। (SL vs AFG)
“আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কিছু নতুন মুখ’কে এবার সুযোগ দিয়েছে নির্বাচকরা। আমাদের কাছে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ, আগামী বছরের বিশ্বকাপে স্থান নির্নয় করার জন্য। আমি নিশ্চিত এই দল ভালো কিছু করার ব্যাপারে।” – এমনটাই জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান।
সিরিজের প্রতিটি ওডিআই আইসিসির ক্রিকেট ওয়াল্ড কাপ সুপার লিগের অংশ। যা আগামী ২৫-৩০ নভেম্বর জুড়ে খেলা হবে। (SL vs AFG)
আরও পড়ুনঃ IPL 2023 : আরসিবি প্রথম আইপিএল জিতলে, তাড়াতাড়ি দুই, তিন, চারবারের মতো জিতবে, আশাবাদী ডি’ভিলিয়ার্স
🚨 Our Squad is out for @OfficialSLC ODIs 🚨
— Afghanistan Cricket Board (@ACBofficials) November 19, 2022
👉: https://t.co/uzt5zxtX9d #AfghanAtalan | #AFGvSL pic.twitter.com/wGV4FtGiYn
২৫, ২৭, ৩০ শে নভেম্বর সিরিজের প্রতিটি ওডিআই ম্যাচ ক্যান্ডির পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। (SL vs AFG)
Squad: (SL vs AFG)
Hashmatullah Shahidi (c), Rahmat Shah (vc), Azmatullah Omarzai, Farid Malik, Fazal Haq Farooqi, Gulbadain Naib, Rahmanullah Gurbaz (wk), Najibullah Zadran, Ibrahim Zadran, Ikram Alikhail (wk), Mohammad Nabi, Mujib ur Rahman, Noor Ahmad, Rashid Khan, Riaz Hassan, Shahidullah Kamal, Yamin Ahmadzai, Zia ur Rahman Akbar
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ভারতের বিরুদ্ধে হ্যাটট্রিক করে লাসিথ মালিঙ্গার নজির স্পর্শ করলেন টিম সাউদি