
SL Squad India Series – ৩ রা জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত সফরের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথম বারের মতো শ্রীলঙ্কা দলে ডাক পেলেন নুয়ানিদু ফার্নান্দো। নিষিদ্ধ থাকা সত্বেও ফের দলে ডাক পেলেন চামিকা করুনারত্নে। লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো খেলার সুবাদে এই দুই ক্রিকেটার ফের জাতীয় দলে ডাক পেলেন। দাসুন সানাকা নেতৃত্ব দেবেন, সফরের দুই সহ অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং কুশল মেন্ডিস।
করুনারত্নে ছাড়া ফিরলেন প্রমোদ মাদুশাঙ্কা, নুয়ান থুসারা এবং জেফ্রে ভানদেরসে। ভানুকা রাজাপাকসে কে শুধুমাত্র টি টোয়েন্টি দলে রাখা হয়েছে। (SL Squad India Series)
সফরে দুই সহ অধিনায়ক নির্বাচিত করার কারণ, শ্রীলঙ্কা ভবিষ্যতের জন্যে অধিনায়ক তৈরি করতে চায়। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপে দাসুন সানাকা নেতৃত্ব দেবে শ্রীলঙ্কাকে, কিন্তু সেদেশের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হতে চলেছে ওয়ানিন্দু হাসারাঙ্গা, তার এই ফর্ম্যাটে অবিশ্বাস্য ফর্মের ভিত্তিতে এটাই হতে চলেছে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটাই সানাকার কাছে টি টোয়েন্টি ক্রিকেটে নিজের ফর্ম এবং লিডারশিপের কার্যকারিতা যাচাই করে নেওয়া হবে। (SL Squad India Series)
আরও পড়ুনঃ Luis Suarez : এটিকে মোহনবাগান নয়, বরং দুই বছরের চুক্তিতে এই ক্লাবে সই করতে চলেছেন লুইস সুয়ারেজ
লঙ্কা প্রিমিয়ার লিগে ফ্যালকনস’কে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার নেতৃত্বের প্রশংসা হয়েছিল। এই তারকা অলরাউন্ডারের সতীর্থদের সাথে সম্পর্ক বেশ। কিন্তু সানাকার সাথে জাতীয় দলের কিছু সতীর্থদের তেমন কোনও বনিবনা নেই এমনটাই শোনা যাচ্ছে।
Probable squads ODI/T20 for India series : (SL Squad India Series)
Pathum Nissanka, Kusal Mendis (wk), Dhannjaya de Silva, Charith Asalanka, Dasun Shanaka (Capt), Bhanuka Rajapaksa (T20), Ashen Bandara, Nuwanidu Fernando (ODI), Sadeera Samarawickrema (wk), Wanindu Hasaranga, Dunith Wellalage, Mahesh Theekshana, Jeffrey Vandersay (ODI), Kasun Rajitha, Lahiru Kumara, Pramod Madushan, Dilshan Madushanka, Nuwan Thushara (T20), Chamika Karunaratne, Avishka Fernando.
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : একই দিনে চার চারটে ক্যাচ মিস করলেন, অবাক নেটিজেনরা