Korea Open: কোরিয়া ওপেনের সেমিফাইনালে উঠলেন সিন্ধু, শ্রীকান্ত 

0
23
Sindhu, Srikanth reached the semifinals of Korea Open
Sindhu, Srikanth reached the semifinals of Korea Open

ভারতীয়দের দাপট অব‍্যাহত কোরিয়া ওপেনে। মহিলা এবং পুরুষদের সিঙ্গলস বিভাগের সেমিফাইনালে পৌঁছলেন পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত। এদিন ম‍্যাচে পিছিয়ে থেকেও দারুণ জয় তুলে নিলেন সিন্ধু, অন‍্যদিকে তিন গেমে সেমিফাইনালে স্থান নিশ্চিত করলো শ্রীকান্ত।

সপ্তম বাছাই থাইল্যান্ডের বুসানন ওংবাংরুংফানের বিরুদ্ধে ম‍্যাচের প্রথম গেমে ২-৫ ব‍্যাবধানে পিছিয়ে পড়েন তৃতীয় বাছাই সিন্ধু। সেখান থেকেই খেলা নিজের নিয়ন্ত্রনে আনেন ভারতীয় শাটলার, প্রথম গেমে ২১-১০ ব‍্যাবধানে জয়লাভ করেন তিনি। দ্বিতীয় গেমে প্রত‍্যাবর্তনের একটা মরিয়া চেষ্টা চালায় বুসানন, কিন্তু সিন্ধু’র দাপট ছিলো অব‍্যাহত, ২১-১৬ পয়েন্ট গেম জেতেন তিনি। মাত্র ৪৩ মিনিট সময় লেগেছে সিন্ধু’র ম‍্যাচে জয়লাভ করতে।

আরও পড়ুনঃ IPL 2022 : ম‍্যাচ জিতেই পরাজিত পাঞ্জাব কিংস’কে খোঁচা দিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া !

অন‍্যদিকে পুরুষদের বিভাগে দাপুটে জয়লাভ করেন শ্রীকান্ত। দক্ষিণ কোরিয়ার সন ওয়ানহোকে তিনি হারিয়ে দেন ২১-১২, ১৮-২১, ২১-১২ গেমে। ম‍্যাচের দ্বিতীয় গেমে খানিকটা ছন্দপতন হয় কিদাম্বি’র। সুযোগ কাজে লাগিয়ে গেমে ফেরার মরিয়া চেষ্টা চালায় সন, একটা সময় গেমের দুজনের স্কোর হয়ে দাড়ায় ১৬। তৃতীয় গেমে জয়লাভ করেন এই তারকা ভারতীয় শাটলার। বিশ্ব চ‍্যাম্পিয়ানশিপে রুপো জিতেছিলেন তিনি।

আরও পড়ুনঃ IPL 2022 : কিভাবে তরতরিয়ে বাড়ছে স্ট্রাইকরেট ? রহস্য ফাঁস করলেন শুভমান গিল !