শুক্রবার পালমা স্টেডিয়ামে ২০২২ সালের চলতি কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে তৃতীয় নির্বাচিত খেলোয়াড় পিভি সিন্ধু, থাইল্যান্ডের সপ্তম নির্বাচিত খেলোয়াড় বুসানান ওংবামরুংফান’কে হারিয়ে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করে নিলেন।
কার্যত দুইবারের ভারতীয় অলিম্পিক চ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু উদ্বোধনী ম্যাচের প্রথমের দিকে ২-৫ ব্যাবধানে পিছিয়ে থাকলেও, পরবর্তী সময়ে তিনি ৬-৫ ব্যাবধানের লিড নিয়ে চার পয়েন্ট জিতে ম্যাচে এগিয়ে যান। পরবর্তীতে বুসানান’কে ২১-১০ ব্যাবধানে হারিয়ে আট পয়েন্ট জিতে প্রথম গেমে জয়লাভ করেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি সিন্ধু’কে।
আরও পড়ুনঃ মারাদোনার ভুয়ো জার্সি উঠেছে নিলামে, বিস্ফোরক দাবী কন্যার !
দ্বিতীয় গেমে সিন্ধু শুরু থেকেই লিড নিয়েছিলেন ৮-২ ব্যাবধানের। পরে এই ভারতীয় শাটলার, থাই শাটলার বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে ২১-১৬ ব্যাবধানে ম্যাচ জিতে নেন, এবং সেমিফাইনালে যাওয়ার পথ পাকা করে নেন।
সিন্ধু ৪৩ মিনিটেই বুসানান’কে হারিয়ে ২১-১০,২১-১৬ স্কোরে কোয়ার্টার ফাইনালের ম্যাচ জিতে নেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ার আন সেয়ং বা জাপানের সায়েনা কাওয়াকামির সাথে মুখোমুখি হবেন।
আরও পড়ুনঃ IPL 2022 : রবি শাস্ত্রীর মতে বিশ্বের অন্যতম সেরা ট্যালেন্টেড ক্রিকেটার এই ভারতীয়