Shubman Gill : বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে সুযোগ না পেয়েও এই বিশেষ কৃতিত্ব অর্জন করলেন শুভমন গিল

0
9
Shubman Gill : Shubman Gill named ICC Men's Player of January
Shubman Gill : Shubman Gill named ICC Men's Player of January

Shubman Gill – নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে এবং সতীর্থ মহম্মদ সিরাজকে পিছনে ফেলে জানুয়ারি মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন শুভমন গিল। জানুয়ারিতে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার জন্য তিনি আইসিসির মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন।

২০২২ সালে ওয়ানডে-তে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শুভমন (Shubman Gill)। ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও ভালো ফর্মে ছিলেন তিনি। সেখানে তিনি তার প্রথম টেস্ট সেঞ্চুরি নথিভুক্ত করেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজে শুভমনের টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়। যে সিরিজে তিনি প্রথম দুই ম্যাচে সাফল্য পাননি। যথাক্রমে ৭ এবং ৫ রান করেছিলেন।

তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি করেন ৪৬ রান। তার পর তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওডিআই-তে আগুনে পারফরম্যান্স করেন। তিন ম্যাচে মোট ২০৭ করেন তিনি। যার মধ্যে প্রথম এবং তৃতীয় খেলায় গিল করেছিলেন যথাক্রমে ৭০ এবং ১১৬ রান। (Shubman Gill)

এর পর হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচের প্রথমটিতে শুভমন ঝোড়ো মেজাজে ১৪৯ বলে ২০৮ রান করেন। অথচ এই ম্যাচে তার সতীর্থদের কেউই ২৮ পার করতে পারেননি। তবে শুভমনের ব্যাটে ভর করে ভারতের স্কোর পৌঁছে গিয়েছিল ৩৪৯/৮-তে।

ম্যাচটি শেষমেশ ভারত পকেটে পুড়ে ফেলে। এই ইনিংসে শুভমন গিল (Shubman Gill) ১৯ টি চার এবং নটি ছক্কা মেরেছিলেন। লকি ফার্গুসনের বলে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ২০০ রানের মাইলস্টোন ছুঁয়েছিলেন গিল। সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, রোহিত শর্মা (তিন বার) এবং ইশান কিষাণের পর তিনিই পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডে-তে ডাবল সেঞ্চুরি করার নজির গড়েন।

আরও পড়ুনঃ Jasprit Bumrah : একেবারে আইপিএল থেকে খেলতে দেখা যাবে জসপ্রীত বুমরাহ’কে

এছাড়া ২৩ বছরের এই তারকা বাকি দুই ম্যাচে যথাক্রমে অপরাজিত ৪০ এবং ১১২ রান করে সেই ওডিআই সিরিজে ইতি টানেন। সেই সিরিজে ব্ল্যাকক্যাপসদের ৩-০ ব্যাবধানে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে শুভমন করেন মোট ৩৬০ রান। যা কোনও দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে করা যৌথ-সর্বোচ্চ স্কোর। ২০১৬-১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাবর আজমও মোট ৩৬০ রান করেছিল। (Shubman Gill)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য প্রত্যাবর্তনের পর, শুভমন গিল আহমেদাবাদে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৬৩ বলে অপরাজিত ১২৬ রান করেন। এই শতরানের সঙ্গেই তিনি ছুঁয়ে ফেলেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, সুরেশ রায়না এবং বিরাট কোহলির তিনটি আন্তর্জাতিক ফর্ম্যাটে সেঞ্চুরি করার নজির।

শুভমন গিল (Shubman Gill) বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি চার ম্যাচের হোম সিরিজের জন্য ভারতের টেস্ট স্কোয়াডে রয়েছেন। তবে নাগপুরে প্রথম টেস্টের একাদশে তিনি সুযোগ পাননি। নাগপুর টেস্ট অবশ্য ভারত এক ইনিংস এবং ১৩২ রানে জিতে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ Suryakumar Yadav : বহুবছর পর অটোতে স্ত্রীকে নিয়ে সফরে বেড়োলেন সূর্য কুমার যাদব