IND vs SL 2023 – ভারতের ২০২৩ সালের প্রথম ক্রিকেট ম্যাচে ওয়াংখেড়েতে দেশের হয়ে টি টোয়েন্টি অভিষেক করলেন শিবম মাভি এবং শুভমান গিল। ওয়াংখেড়েতে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হলো টিম ইন্ডিয়া।
খেলা শুরুর আগে জাতীয় দলের ক্যাপ তুলে দেওয়া হয়েছে গিল এবং মাভির হাতে। এটাই মাভির কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, গিল অবশ্য ওয়ানডে এবং টেস্টে দেশের হয়ে নিয়মিত ভাবে খেলেন। (IND vs SL 2023)
Congratulations to @ShubmanGill & @ShivamMavi23 who are all set to make their T20I debut for #TeamIndia 🇮🇳👌
— BCCI (@BCCI) January 3, 2023
Live – https://t.co/uth38CaxaP #INDvSL @mastercardindia pic.twitter.com/gl57DXG3x6
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল জেতা গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। অন্যদিকে শিবম মাভিকে আইপিএলের মিনি নিলামের আগে ৬ কোটি টাকা দিয়ে দলে নিয়ে নিয়েছিলো হার্দিকের দল গুজরাট টাইটান্স। এর আগে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন মাভি। (IND vs SL 2023)
ভারতের সহ অধিনায়ক সূর্য কুমার যাদব শুভমান গিলের হাতে ক্যাপ তুলে দেন। মাভির হাতে ক্যাপ তুলে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসের সময় হার্দিক জানিয়েছিলেন মাভি অর্শদীপের জায়গা দলে ঢুকেছেন।
দলে অর্শদীপের সুযোগ না পাওয়ার বিষয় যাতে কোনও জল্পনা না তৈরী হয় তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে শারীরিক অসুস্থতার কারণে শ্রীলঙ্কার প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলা হবেনা অর্শদীপের।
গত সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করা হয়েছিল। দলের অন্যতম নতুন দুই মুখ ছিলেন শিবম মাভি এবং মুকেশ কুমার। যদি মুকেশ কুমারের এর পরের দুই ম্যাচের একটাতে খেলার সুযোগ হয়, তাহলে আইপিএলে খেলার আগে প্রথমে ভারতের হয়ে টি ২০ ক্রিকেট দলের হয়ে অভিষেক করা ক্রিকেটার হওয়ার নজির গড়বেন।