IND vs NZ 2022 – টি টোয়েন্টি বিশ্বকাপ শেষের দিন পাঁচেক পর শুক্রবার নিউজিল্যান্ডে টি ২০ সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব কিউয়িদের ডেরায় খেলবে টিম ইন্ডিয়া। গোটা দলটা তেই একটা বিরাট বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টি ২০ সিরিজে (IND vs NZ 2022) খেলার সুযোগ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, উমরান মালিকদের। সুযোগ পেয়েছেন শুভমান গিল, যার এই সিরিজেই আন্তর্জাতিক টি টোয়েন্টি অভিষেক হতে চলেছে।
ওয়েলিংটনে বৃষ্টির জেরে এদিন টস নির্ধারিত সময় হয়নি। খেলা শুরু’র আগে আড্ডার মেজাজে পাওয়া গেছে ভারতের উদীয়মান তারকা শুভমান গিল’কে। সেখানে নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। এদেশেই ২০১৯ সালে ওডিআই অভিষেক করেছিলেন শুভমান, তিনি বলেছেন –
“নিউজিল্যান্ডে অনূর্ধ – ১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানেই ২০১৯ সালে ওডিআই অভিষেক করি। আমার নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা এখনও অবধি ভালোই। যখনই শুনি নিউজিল্যান্ডে খেলতে যাবো মুখে একটা চওড়া হাসি ফোটে।”
এবছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বেশ ভালো কিছু ইনিংস খেলেছিলেন শুভমান ।ছন্দেই আছেন তিনি বলা চলে। সেই বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন –
“প্রাক্টিসে যে সব বিষয় গুলো রপ্ত করেছিলাম, সেগুলো ম্যাচে খেলাকালীণ কাজে লাগানোর চেষ্টা করেছি। আমি বরাবর বলে এসেছি ছক্কা মারার ক্ষেত্রে শক্তির তুলনায় টাইমিংয়ের ভূমিকা বড়ো। টাইমিং ঠিক রাখতে পারলে, বুঝতে পারি ছক্কা আসছেই। আমার কাছে চার ছয় মারার থেকে বেশি গুরুত্ব পায় রানের গতি সচল রাখা। আমার ডট বল খেলতে ভালো লাগে না, বরং এক রান, দু রান করে ইনিংস গড়তে মনোনিবেশ করি। চালিয়ে খেলার থেকে বলের লাইন বুঝে শট খেলার উপর মনোযোগ দেওয়ার চেষ্টা চালাই।”
সিরিজে (IND vs NZ 2022) সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল’রা। প্রত্যাবর্তন করেছেন আইপিএল ২০২২ এর তারকা উমরান মালিক। চলতি বছরের জুলাই মাসে দেশের হয়ে শেষ টি ২০ ম্যাচ খেলেছিলেন তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে।
Toss at Sky Stadium, Wellington has been delayed due to persistent rains.
— BCCI (@BCCI) November 18, 2022
Stay tuned for further updates.#NZvIND pic.twitter.com/e2QJYdAnRN
শুভমান গিল কে সুযোগ দেওয়ায় জাতীয় দলের নির্বাচকদের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। কাইফ বলেছেন ২৩ বছর বয়সী এই তারকা ভারতীয় ব্যাটার বর্তমানে দারুণ ফর্মে আছেন। (IND vs NZ 2022)
“শেষ ৫-৬ মাস ধরে দারুণ ছন্দে আছে গিল। গুজরাট টাইটান্সকে আইপিএল জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে, ৫০-৬০ গড়ে। নিউজিল্যান্ড সফরে গিলের দিকেই নজর থাকবে। ওয়ানডে তে দেশের হয়ে খেলেছে আগেই, তবে নির্বাচকরা একদম সঠিক সময় ওকে টি ২০ দলে ডেকে নিয়েছে।”
– Sportskeeda কে এমনটাই বলেছেন কাইফ।
দেশের হয়ে এখনও অবধি ১২ টা ওয়ানডে ম্যাচ খেলেছেন গিল। ২০১৯ সালে অভিষেকের পর থেকে এখনও অবধি ৫৭৯ রান করেছেন। গত আগষ্ট মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি করেছেন। টেস্টে এখনো অবধি ১১ টা ম্যাচ খেলেছেন এই ডান হাতি ব্যাটার, করেছেন ৫৭৯ রান। এছাড়া চলতি বছরে কাউন্টি তে অভিষেক করেছিলেন গিল, সাসেক্সের বিরুদ্ধে একটি ম্যাচে সেঞ্চুরি’ও করেন। (IND vs NZ 2022)
India T20Is Squad for IND vs NZ 2022 :
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.