বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 2022) প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না রোহিত শর্মা চোটের কারণে, তাই তার বদলে শুভমান গিলের সাথে ওপেন করার সম্ভাবনা বেশি প্রথম টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক কে এর রাহুলের।
খেলোয়াড় হিসেবে নিজেকে কতোটা গ্রোথ করেছে শুভমান গিল, সেটা জানতে চাওয়া হলে, সাংবাদিক সম্মেলনে রাহুল বলেছেন –
“শুভমান গিল অসাধারণ ক্রিকেটার। প্রতি ম্যাচে নিজেকে উন্নত করছে, এটা দেখে খুব ভালো লাগে। টেস্টে যখনই সুযোগ পেয়েছে তখনই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। টেস্ট খেলার টেম্পারমেন্ট আছে। প্রতিটা ফর্ম্যাটেই এখন ভীষণ ভালো খেলছে গিল।”
#TeamIndia Test team is here 🏏 #BANvIND pic.twitter.com/65jpP7RoZP
— BCCI (@BCCI) December 12, 2022
The exciting Test series is set to begin on 14th December 😍🔥
— Sportskeeda (@Sportskeeda) December 12, 2022
📸: BCCI#CricketTwitter #indiacricket pic.twitter.com/ERRwWxLaJF
এখনও পর্যন্ত ১১ টা টেস্ট ম্যাচ খেলেছে শুভমান গিল। সেখানে ৩০.৪৭ গড়ে ৫৭৯ রান করেছেন, চারটি হাফ সেঞ্চুরি সহ, সর্বোচ্চ ৯১ রান। (IND vs BAN 2022)
আগামী দশ বছরে শুভমান গিল নিজেকে অন্য মাত্রায় নিয়ে যাবে, এমনটাই বলেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। যুবরাজের মতে শুভমান খুব পরিশ্রমী, তার ধারাবাহিকতা দেখে মুগ্ধ তিনি। (IND vs BAN 2022)
লকডাউনে শুভমানের সাথে প্রচুর সময় কাটিয়েছেন যুবরাজ। ওই সময় নিজের খেলার উন্নতির জন্যে প্রচুর খেটেছিলেন গিল, সাদা বলের ক্রিকেটে তার সাম্প্রতিক তম পারফরম্যান্স প্রভাবিত করেছে যুবি’কে। (IND vs BAN 2022)
এখনও অবধি ভারতের হয়ে ১১ টা টেস্ট এবং ১৫ টা ওডিআই খেলেছেন শুভমান। ওডিআই কেরিয়ারের শুরুয়াতটা দারুণ তার। এখনও অবধি ৫৭.২৫ গড়ে একটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। গিলের প্রশংসা করে যুবরাজ বলেছেন –
“শুভমান খুব পরিশ্রমী, এইমুহুর্তে প্রায় প্রতিটা বিভাগেই দারুণ উন্নতি করেছে। আমার বিশ্বাস আগামী দশ বছরে কিংবদন্তি ক্রিকেটার হয়ে উঠবে ও।”
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : কাতারে বিশ্বকাপ ফাইনাল দেখতে হাজির থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বাংলাদেশ সফরের (IND vs BAN 2022) ওডিআই দলে সুযোগ হয়নি শুভমানের। তবে যুবরাজ সিংয়ের মতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দেশের হয়ে ওপেন করবেন শুভমান। যুবরাজ বলেছেন –
“আমার মনে হয় শুভমান ভালো খেলছে, ধারাবাহিক ভাবে ভালো খেলছে। আমার মনে হয় ২০২৩ বিশ্বকাপে ওপেন করার ব্যাপারে সবচেয়ে বড়ো দাবীদার ও।”
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে যথাক্রমে ৫০, ৪৫* এবং ১৩ রান করেছিলেন শুভমান গিল। অবশ্য সেই সিরিজে ১-০ ব্যবধানে হেরে গেছিলো ভারত।
যুবরাজ শুভমান’কে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে ওপেন করতে দেখলেও শুভমানের মাথায় অবশ্য সেই ভাবনা নেই। নিউজিল্যান্ড সফরে থাকাকালীণ তিনি বলেছিলেন –
“এখনও ২০২৩ সালের বিশ্বকাপে খেলা নিয়ে কিছু ভাবছিনা আমি। এখন আমার পুরোপুরি ফোকাস দেশের হয়ে খেলতে পারার সুযোগ গুলোর উপর পুরোপুরি ফোকাস রাখা। দেশের জন্য বড়ো স্কোর করতে চাই। এটাই আমার চলতি সিরিজের’ও পরিকল্পনা।”