Shubman Gill : টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় হতাশ হয়েছিলেন শুভমান গিল, বললেন তার ছোটোবেলার আইডল

0
11
Shubman Gill : 'I'll score so much that they...': Childhood idol reveals what Shubman Gill told him after T20 World Cup snub
Shubman Gill : 'I'll score so much that they...': Childhood idol reveals what Shubman Gill told him after T20 World Cup snub

Shubman Gill – চলতি বছরে দুর্দান্ত ছন্দে আছেন শুভমান গিল। এবছর তিনটি টেস্ট ম‍্যাচ এবং বারোটা ওয়ানডে খেলেছেন শুভমান। চলতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন শুভমান। ওডিআইতে ১২ ম‍্যাচে ৭০.৮৮ গড়ে ৬৩৮ রান করেছিলেন তিনি।

এখনও অবধি দেশের হয়ে টি টোয়েন্টি অভিষেক করেননি শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেওয়ার সুবাদে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার দাবিদার হয়ে উঠেছিলেন তিনি, গত জুলাই মাসে ক্যারিবিয়ান সফরে ৬৪, ৪৩ এবং ৯৮* রানে নট আউট ছিলেন গিল, এরপর জিম্বাবোয়ে সফরে ৮২* নট আউট, ৩৩ এবং ১৩০ রান করেছিলেন তিনি ওয়ানডে’তে। ইশান কিষাণ, সঞ্জু স‍্যামসন, শ্রেয়স আইয়ার এবং রুতরাজ গায়কোয়াড়ের পাশাপাশি তার’ও সুযোগ হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপের দলে। (Shubman Gill)

টি টোয়েন্টি বিশ্বকাপ দলে না পাওয়ায় ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন শুভমান গিল। গিলের ছোটোবেলার আইডল গুরকিরাত মান বলেছিলেন, প্রাক্তন অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী গিল সুযোগ না পাওয়ার পর বলেছিলেন এরপর এতো পরিমাণে রান করবো, যে নির্বাচকরা আমাকে আর বসাতে পারবেনা আমাকে। (Shubman Gill)

আরও পড়ুনঃ Sourav Ganguly : ‘তুমি এখন প্রেসিডেন্ট নও, সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাকশ‍্যে হুমকি দিলেন সুনীল গাভাস্কার

“টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় ভীষণ হতাশ হয়েছিল শুভমান গিল, কিন্তু শুভমানের মতো ক্রিকেটারেরা সব সময় উপায় খুঁজে নেন সমস্যা সমাধানের। ওই সময় আমাক ও বলেছিল, এতো রান করবো যে পরের বিশ্বকাপের দল থেকে আমাকে বাদ দিতে পারবেনা। আমি সব ফর্ম‍্যাটে খেলতে চাই।এটাই আমার লক্ষ‍্য। যদি রান না পায়, তাহলে আরও পরিশ্রম করবে।” – The Indian Express কে এমনটাই জানিয়েছেন মান।

টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ার পর গিল ছয়টা ওয়ানডে ম‍্যাচ খেলেছিলেন, তিনটি করে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে ক‍রেছিলেন ৩,২৮ এবং ৪৯, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫০, ৪৫* নট আউট এবং ১৩।

আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রেকর্ডবুকে সচিন, দ্রাবিড়ের পাশে স্থান করে নিলেন পূজারা, ভাঙলেন ব্রাডম‍্যানের রেকর্ড