Shubman Gill : রোহিত, বিরাটের মাপেরই ক্রিকেটার শুভমান গিল, মত কোহলির ছোটোবেলার কোচের

0
12
Shubman Gill :
Shubman Gill : "He has the makings to reach the league of Virat and Rohit" - Virat Kohli's coach makes bold prediction on Shubman Gill

Shubman Gill – রোহিত শর্মা এবং নিজের ছাত্র বিরাট কোহলির মানের ক্রিকেটার হতে যে সমস্ত গুনের প্রয়োজন, সেই সমস্ত গুন মজুদ আছে শুভমান গিলের মধ্যে, এমনটাই মনে করেন রাজ কুমার শর্মা। রোহিত, কোহলি ভারতের ম‍্যাচ উইনার, এক্ষেত্রে ধারাবাহিক ভাবে অসামান্য পারফরম্যান্স দিয়ে এসেছেন দুজনে।

এখন শুভমান গিল’ও এমন অসামান্য রানের খিদে দেখাচ্ছেন তিন ফর্ম‍্যাটেই। এমন সময় কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা বলেছেন গিলের মধ্যে রোহিত শর্মা এবং বিরাট কোহলির মাপের ক্রিকেটার হয়ে ওঠার সমস্ত গুন মজুদ আছে। (Shubman Gill)

India News কে দেওয়া সাক্ষাৎকারে শুভমান গিলের নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ম‍্যাচে ১২৬* রানের বিধ্বংসী ইনিংস খেলা কালীণ বিরাট কোহলির গড়া ১২২ * রান অপরাজিত ইনিংসের রেকর্ড ভাঙেন। এযাবৎ কোহলির খেলা ১২২ রানের ইনিংসটাই ভারতের কোনও ব‍্যাটারের টি টোয়েন্টিতে খেলা ব‍্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিলো। (Shubman Gill)

তিনি বলেছেন, (Shubman Gill)

“দেখে ভালো লাগছে শুভমান গিলের মতো ক্রিকেটার কিংবদন্তিদের রেকর্ড ভাঙছেন। এতে প্রমাণ পাচ্ছে ওর রানের খিদে ঠিক কতোটা। রোহিত, বিরাট ভারতকে প্রচুর ম‍্যাচ জিতিয়েছে, ভবিষ্যতে ভারত আরও এমন ক্রিকেটারকে দলে পাক সেটা সবাই চায়। আমার মতে শুভমান গিল বিরাট, রোহিতে পর্যায়ে পৌঁছতে পারে।”

আরও পড়ুনঃ Hardik Pandya : দিন দিন শক্তিশালী হচ্ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দেখে খুশি ভারত তারকা

শুভমান গিলের টি টোয়েন্টি পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলো অনেকেই মনে করেছেন তিনি ওয়ানডেতে ফর্ম‍্যাটে সবচেয়ে বেশি চলনসই, কিন্তু এদিন সবাইকে ভুল প্রমাণিত করেছেন শুভমান গিল।

গিলের সেঞ্চুরি এবং রাহুল ত্রিপাঠী, ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দারুণ ইনিংসের উপর নির্ভর করে ভারত ৪ উইকেটে ২৩৪ রান তোলে। এই পাহাড় প্রমাণ রান তুলতে গিয়ে খুবই সমস্যায় পড়ে। ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (৪ উইকেট) অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভির (সবার জোড়া উইকেট) পেস আক্রমণ গুড়িয়ে দেয় নিউজিল্যান্ডের ব‍্যাটিং লাইন আপকে। ৬৬ রানে অল আউট হয়ে যায় ভারত। ড‍্যারেল মিচেল এবং নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স‍্যান্টনার ছাড়া নিউজিল্যান্ডের আর কোনও ব‍্যাটার দুই সংখ্যক রান করতে পারেনি। ১৬৮ রানে ম‍্যাচ জিতলো ভারত। টিম ইন্ডিয়া সিরিজ জিতলো ২-১ ব‍্যবধানে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিনকে সামাল দিতে ‘নকল অশ্বিন’ নিয়োগ করলো অস্ট্রেলিয়া‌