BAN vs IND 2022 : শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করার সময় শ্রেয়স আইয়ারের বা হাতে একটা বিশেষ যন্ত্র দেখা গেছে। সেই সাদা রংয়ের যন্ত্র বিশেষ নিয়ে ধোঁয়াশা তৈরী হয় সকলের মনে। আসলে ফিটনেসের দিকে নজর রাখার বিশেষ যন্ত্র এটি। রক্তের শর্করা, রক্তচাপ, হৃদস্পন্দন সবটুকু মাপা যায় এই যন্ত্রের দ্বারা। যন্ত্র যা মাপছে তার সমস্ত রিপোর্ট মোবাইলে দেখা যায়।
প্রসঙ্গত, এদিন ঋষভ পন্তের ১০৪ বলে ৯৩ রানের ইনিংস এবং শ্রেয়স আইয়ারের ১০৫ বলে ৮৭ রানের ইনিংসের উপর নির্ভর করে ঢাকায় টেস্টের (BAN vs IND 2022) দ্বিতীয় ম্যাচে লড়াইয়ে ফিরলো ভারত। দুজন মিলে এদিন পঞ্চম উইকেটে জুড়েছিলো ১৫৯ রান। যার উপর নির্ভর করে ৯৪/৪ থেকে ২৫৩/৪ পৌঁছে ছিলো ভারত। পরবর্তী সময়ে ৭৯ রানে ৪ উইকেট নিয়েছিলো বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান, পরবর্তী সময়ে ৩১৪ রানে অল আউট হয়ে যায় ভারত।
৬১ রানে ইনিংসের শেষ ৬ উইকেট হারিয়েছিলো ভারত। কিন্তু ততটা সময় ম্যাচে ৮৭ রানের লিড পেয়ে গেছিলো ভারত। দ্বিতীয় দিনের খেলার শেষ ছয় ওভারে বাংলাদেশের স্কোর ৭ রান বিনা কোনও উইকেট হারিয়ে। (BAN vs IND 2022)
ম্যাচের প্রথম সেশনে দাপট বজায় ছিলো বাংলাদেশের। তাইজুল ইসলাম একাই তিন উইকেট তুলে নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে খেলার রং বদলে দিয়েছিলেন ঋষভ পন্ত এবং শ্রেয়স আইয়ার। ব্যাট হাতে এই দুই ভারতীয় ব্যাটার কার্যত খাঁদের কিনারা থেকে তুলে ধরে টিম ইন্ডিয়া’কে।
এর আগের দিন ভারতীয় বোলারদের বোলিং দাপটে লন্ডভন্ড হয়ে গেছিলো বাংলাদেশ (BAN vs IND 2022)। চারটি করে উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭৩.৫ ওভার ব্যাট করে ১০ উইকেট বাংলাদেশ তুলেছিলো ২২৭ রান। ম্যাচে কূলদীপ যাদবের বদলে ১২ বছর পর টেস্ট দলে কামব্যাক করেছিলেন জয়দেব উনাদকাট, তিনিও ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন।
পরে, আট ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছিলো ভারত। ১৯ রান তুলেছিলো টিম ইন্ডিয়া বিনা কোনও উইকেট হারিয়ে। ক্রিজে আছেন কে এল রাহুল (৩*) এবং শুভমান গিল (১৪*)। এর মাঝে এলবিডব্লিউ হয়েছিলেন রাহুল, যদিও ডিআরএস নিলে দেখা যায় তিনি নট আউট।