Shreyas Iyer : ধাওয়ানের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আচমকা উদ্দম নাচলেন শ্রেয়স আইয়ার, ভাইরাল হলো ভিডিও 

0
16
Shreyas Iyer suddenly danced after taking the mobile from Dhawan's hand, the video went viral
Shreyas Iyer suddenly danced after taking the mobile from Dhawan's hand, the video went viral

Shreyas Iyer – জাতীয় দলে ব্রাত‍্য তিনি, কিন্তু তাতে কি, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট ভক্তদের প্রতিনিয়ত বিনোদন জুগিয়ে চলেছেন অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান। মাঠ হোক বা মাঠের বাইরে, অত্যন্ত মজাদার একজন মানুষ শিখর ধাওয়ান। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন তিনি। সেখানে শ্রেয়স আইয়ার’ও আছেন পিঠের চোট সারাতে। ইদানিং একটি জনপ্রিয় গান ‘Calm Down’ এ কোমর দোলাতে দেখা গেছে দুজনকেই।

আইয়ার’কে দেখা যায় ধাওয়ানের হাত থেকে মোবাইল কেড়ে পালাতে। ধাওয়ানের তাকে থামানোর আগে নাচ জুড়ে দেন শ্রেয়স আইয়ার। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Shreyas Iyer)

আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার কোমরের সমস্যা সময় মতো সেরে ওঠার সম্ভাবনা খুবই কম এবং এর ফলে সূর্য কুমার যাদবের টেস্ট অভিষেকের সম্ভাবনা বাড়লো। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম‍্যাচের ৫ নম্বর ব‍্যাটিং পজিশনে খেলতে দেখা যাবে সূর্য কুমার যাদবকে।

কোমরের চোটের কারণে সদ‍্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আপাতত চোট সারানোর কাজে ব‍্যস্ত তিনি।(Shreyas Iyer)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : টেনিস র‍্যাকেট নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন অসি স্পিনার নাথান লিয়ঁ, দেখুন ভিডিও 

ইঞ্জেকশন নিলেও মুম্বাইয়ের ব‍্যাটারের এখনও কোমরের যন্ত্রণা এখনো পুরোপুরি সেরে ওঠেনি। Indian Express কে এক সূত্র জানিয়েছেন –

“প্রত‍্যাশা মাফিক এখনও চোট পুরোপুরি সেরে ওঠেনি শ্রেয়স আইয়ারের। ওর এখনও সপ্তাহ দুয়েক সময় লাগবে পুরোপুরি সেরে উঠতে। এর ফলে তার কোনো ভাবেই প্রথম টেস্ট ম্যাচে খেলার কোনও সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টেও তার ফিটনেস নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন থাকবে।”

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল স্টাফ শ্রেয়স আইয়ার সপ্তাহ দুয়েকের বেশি সময় শ্রেয়স আইয়ারকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। এর ফলে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টেও শ্রেয়স আইয়ারের খেলা নিয়ে ধোয়াশা রয়েছে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে জোরকদমে অসি বধের প্রস্তুতি সারছে ভারত, দেখুন ভিডিও