অধিনায়কত্ব নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন জোর চর্চা চলছে। (Shreyas Iyer) রোহিত শর্মা’র চোট, টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়া’র সাফল্য, ব্যাটসম্যান হিসেবে কেএল রাহুলের ব্যর্থতার পর থেকে এই নিয়ে আরও জল্পনা বেড়ে গিয়েছে।
এই সমস্ত কিছুর মধ্যে তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার’কে (Shreyas Iyer) ভারতের ভবিষ্যতের অধিনায়ক হিসেবে ভাবনাচিন্তা করা হচ্ছে। শ্রেয়াস ক্রিকেটের পাশাপাশি আইপিএলে দলেরও নেতৃত্ব দিয়েছেন। ভারতীয় দলে নিজের জায়গা তিনি ধীরে ধীরে পাকা করছেন।
বয়সের সঙ্গে সঙ্গে ব্যাট হাতে ধারাবাহিকতা এবং চাপের পরিস্থিতি থেকে দল’কে বাঁচানোর ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) বড় গুণ। যে কারণে ২৮ বছরের এই তারকা’কে রোহিত-পরবর্তী যুগে একজন সফল অধিনায়ক হওয়ার বিষয়ে অনেকেই এগিয়ে রাখছেন।
২০১৮ সালে আইপিএলের মাঝপথে গৌতম গম্ভীর ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি’র দায়িত্ব থেকে নিজে সরে দাঁড়ালে, তখন শ্রেয়াসের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়, এবং সেই দায়িত্বে শ্রেয়াস কাওকে নিরাশ করেননি।
তিনি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম বারের মতো দিল্লি’র হয়ে অধিনায়কত্ব করেছিলেন এবং দল’কে ৫৫ রানের জয় এনে দিয়েছিলেন। সেই ম্যাচে ৪০ বলে অপরাজিত ৯৩ রান করেছিলেন শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), এবং ‘ম্যান অফ দ্য ম্যাচ’ পুরস্কার’ও জিতেছিলেন।
২০১৯ সালে শ্রেয়াস’কে দিল্লি ক্যাপিটালসের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সেই বছর নতুন চেহারার দিল্লি’কে প্লে অফে নিয়ে যান। দল’টি ১৪ টি ম্যাচের মধ্যে ন’টিতে জিতে তৃতীয় স্থানে লিগ পর্ব শেষ করেছিল, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে জিতে কোয়ালিফায়ার টু-তে উঠেছিল। তবে চেন্নাই সুপার কিংসের কাছে তারা কোয়ালিফায়ার টু-তে হেরে যায়।
এর পর ২০২০ সালে তার নেতৃত্বেই দিল্লি ক্যাপিটালস ফাইনালে ওঠে। সে বারই প্রথম দিল্লি আইপিএলের ফাইনালে উঠেছিল। তবে ফাইনালে রোহিতের নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা। শ্রেয়াস (Shreyas Iyer) ৫০ বলে অপরাজিত ৬৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : শুরুতেই উইকেট পাওয়াটা টার্গেট তার, এমনটাই জানালেন শিবম মাভি
সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং ঘরোয়া তারকা অভিষেক নায়ার, যিনি শ্রেয়াসের ক্যারিয়ার গঠনে একটি বড় ভূমিকা পালন করেছেন, তার মতে, কেকেআর অধিনায়কের মধ্যে একজন স্বাভাবিক নেতা এবং ভারতের অধিনায়ক হিসেবে রোহিতের উত্তরাধিকারী হওয়ার সমস্ত গুণাবলী রয়েছে৷
ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা নায়ার টাইমস অফ ইন্ডিয়া ডটকম’কে বলেছেন,
“শ্রেয়াস একজন স্বাভাবিক ভাবেই নেতা। আমরা ওকে আইপিএলে নেতৃত্ব দিতে দেখেছি। ও দিল্লি ক্যাপিটালস এবং এখন কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিচ্ছে। অল্প বয়স হলেও অধিনায়কের দায়িত্ব নিতে ও সক্ষম। ব্যাট হাতেও পারফর্ম করে। পাশাপাশি ওর মধ্যে সেই গুণ রয়েছে, যা ওকে নেতা হিসেবে বিশেষ করে তোলে।”
তিনি (Shreyas Iyer) আরও বলেন,
“ও এমন একজন ক্যাপ্টেন, যে দলের প্লেয়ার’দের নিজেদের মতো করে খেলতে দেয়। ও খুব কৌশলী এবং খেলা সম্পর্কে সত্যিই গভীরে চিন্তাভাবনা করে। ও খেলাটি বিশ্লেষণ করে। পাশাপাশি শুধু নিজের খেলা নয়, সতীর্থ’দের আরও খেলার ক্ষেত্রে সাহায্যও করে। রোহিত শর্মা পরবর্তী যুগে শ্রেয়াস একজন দুর্দান্ত প্রার্থী (অধিনায়কত্বের জন্য)। ভারতীয় দলের একজন ভালো নেতা হওয়ার সমস্ত গুণাবলী রয়েছে ওর মধ্যে।”
আরও পড়ুনঃ ODI World Cup 2023 : ‘আইপিএল জেতার চেয়ে বিশ্বকাপ জেতা বেশি গুরুত্বপূর্ণ’ – গৌতম গম্ভীর