
IND vs NZ 2022 – নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের শুরু থেকে দারুণ ছন্দে ছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু মাত্র ৯ বলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি।
ম্যাচে (IND vs NZ 2022) ডান হাতি এই ব্যাটার ফার্গুসনের ব্যাক অফ দ্য লেংথের একটি ডেলিভারি স্কোয়ার লেগের দিকে চালিয়ে খেলতে চান। তখন তার পা লেগে যায় স্ট্যাম্পে। ফলে একটা শুরুয়াত পেয়েও কাজে লাগাতে পারেননি শ্রেয়স।
ম্যাচে (IND vs NZ 2022) ১৩ বল খেলে মাত্র ৬ রানে আউট হয়ে যান ঋষভ পন্ত। ৩১ বলে ৩৬ রান করে আউট হন ইশান কিষাণ। এরপর সূর্য কুমার যাদব খেলার রং বদলে দেন, প্রমাণ করে দেন কেনো বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার তিনি।
Ferguson to Shreyas Iyer, THATS OUT!! Hit Wkt!!#INDvsNZ pic.twitter.com/HkWqBaGCh8
— Vinod Nayak (@VinodNa66839310) November 20, 2022
ইশ সোধি এবং মিচেল স্যান্টনারের স্পিন বোলিং দারুণ সামাল দিয়েছেন তিনি। এক্সট্রা কভারের উপর দিয়ে চালানো তার ইনসাইড – আউট শট গুলো ভীষণ নজরকাড়া ছিলো। নিউজিল্যান্ডের স্পিনারদের কাছে তাকে থামানোর কোনও উত্তর ছিলো না। (IND vs NZ 2022)
সূর্যের ঝোড়ো সেঞ্চুরির উপর নির্ভর করে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯১ রান তোলে ভারত, প্রথমে ব্যাট করতে নেমে।
IND vs NZ 2022 2nd T20 Playing XIs
India: Ishan Kishan, Rishabh Pant(w), Suryakumar Yadav, Shreyas Iyer, Deepak Hooda, Hardik Pandya(c), Washington Sundar, Bhuvneshwar Kumar, Arshdeep Singh, Mohammed Siraj, Yuzvendra Chahal.
New Zealand: Finn Allen, Devon Conway(w), Kane Williamson(c), Glenn Phillips, Daryl Mitchell, James Neesham, Mitchell Santner, Ish Sodhi, Tim Southee, Adam Milne, Lockie Ferguson.
আরও পড়ুনঃ Australia vs England 2022 : আন্তর্জাতিক ক্রিকেটে নয়া মাইলফলক ছুঁলেন স্টিভ স্মিথ