Shreyas Iyer : সমালোচকদের সমালোচনাকেই নিজের সেরাটা বের করে আনতে কাজে লাগান শ্রেয়াস

0
17
Shreyas Iyer : ‘Gives you the chills’: Shreyas Iyer gets candid while opening up on T20 World Cup snub
Shreyas Iyer : ‘Gives you the chills’: Shreyas Iyer gets candid while opening up on T20 World Cup snub

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাননি। (Shreyas Iyer) তা নিয়ে হতাশ হলেও, একেবারেই পুরোপুরি ভেঙে পড়েননি তিনি। সম্প্রতি এমনটাই জানালেন ভারতীয় দলের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার। সেইসঙ্গে তিনি এও  জানালেন যে, বাইরে যত সমালোচনা চলে, ততই তিনি উদ্যম পান। অনুপ্রেরণাও পান সেই সমালোচনা থেকে।

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ না পাওয়া নিয়ে ‘হিন্দুস্তান টাইমস’-কে শ্রেয়াস (Shreyas Iyer) বলেন,

“ওটা খুবই হতাশাজনক ছিল। কারন যখন আপনি নিজের ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখেন যে আপনি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করবেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা না হয়, তখন খারাপ লাগেই। দেশের হয়ে (বিশ্বকাপ) জয়ের বিষয়টি ভাবলেই গায়ে কাঁটা দেয়।”

শ্রেয়াস (Shreyas Iyer) আরও বলেন,

“তবে আমি পুরোপুরি ভেঙে পড়িনি। ওই অনুভূতিটা আমি মাথায় চেপে বসতে দিইনি। আমি শুধুমাত্র নিজের কাজটা করে যাচ্ছিলাম। আমি শুধু নিজের উপর মনোযোগ দিচ্ছিলাম। আমি কিছু সময়ের জন্য (খেলা থেকে) বিরতি নিয়েছিলাম। তারপর ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়েছিলাম। যা আমার দক্ষতা বাড়াতে আরও সাহায্য করেছিল।”

সেই পরিস্থিতি কীভাবে কাটিয়ে ওঠেন, তাও ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অধিনায়ক (Shreyas Iyer)। তিনি বলেন,

“দিনের শেষে সতীর্থ এবং অভিভাবকদের থেকে সম্মান আদায় করে নিতে চান আপনি। খেলোয়াড় হিসেবে যা আপনাকে বাড়তি অনুপ্রেরণা জোগায়। আমি যখন চাপে থাকি, তখন সেটা আমার থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে। আমি সেটা করতে ভালোবাসি। যখনই আমার ভালো লাগে না, আমি পরিবারের লোকজন ও বন্ধুদের সঙ্গে কথা বলি। ক্রিকেটটা মাথা থেকে বের করে ফেলি তখন।”

আরও পড়ুনঃ Big Bash League : বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বাধিক রান চেজ করে জয়ের নজির অ্যাডিলেড স্ট্রাইকার্সের

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পেলেও একদিনের ক্রিকেট এবং টেস্টে দারুন ছন্দে আছেন শ্রেয়াস।  (Shreyas Iyer) সব ফর্ম্যাট মিলিয়ে ২০২২ সালে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৮ টি ইনিংসে ১,৪৮৯ রান করেছিলেন। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১১ বলে অপরাজিত ১১৩ রান করেছিলেন শ্রেয়াস।  সেইসঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।

এদিন শ্রেয়াস আরও বলেন,

“বাইরে যে কথাবার্তা চলে, তাতে আমার সেরাটা বেরিয়ে আসে। যত লোক আমার বিষয়ে কথা বলেন, তত আমি সেই কথা শুনি এবং সেই চাপ শুষে নিই। আমি নিজেকে বলি যে ওদের ভুল প্রমাণ করতে হবে।  আমি যখন নেটে বা ম্যাচে ব্যাট করি, তখন সেভাবেই এগিয়ে যাই। এটা আমার কাছে অনুপ্রেরণার হয়ে দাঁড়ায়।”

সেইসঙ্গে কেকেআরের অধিনায়ক শ্রেয়াস (Shreyas Iyer) আরও বলেন,

“আমি যে প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলি, তারাও যখন বকবক করে, তখন আমিও পাল্টা দিই। কারণ আমার মনে হয় যে সেটা করলে আমার খেলায় ছন্দ আসে। আমায় এটা বাড়তি উদ্দীপ্ত করে তোলে। আমায় আরও বেশি মনোযোগ করতে সাহায্য করে এটা।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : নো বলের হ্যাটট্রিক করায় সকলের সামনে আর্শদীপের তুমুল সমালোচনা করলেন হার্দিক