
T20 World Cup 2022 – বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছে সেমিফাইনালে লজ্জাজনক হার হেরে এবারের মতো টি ২০ বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ভারতীয় দলের। এরপর থেকে অনেকেই সোচ্চার হয়েছেন ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি ২০ লিগে খেলার ছাড়পত্র দেওয়ার ব্যাপারে।
এবিষয় ম্যাচের শেষে সাংবাদিক সন্মেলনে ভারত কোচ রাহুল দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হলে তিনি ব্যাক্ষা করেছেন, ঠিক কেমন ধরনের সমস্যার সন্মুখীন হতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড’কে, যদি তারা বিদেশের টি ২০ লিগে কোহলি, রাহুল’দের খেলার অনুমতি দেয় (T20 World Cup 2022)।
রাহুল দ্রাবিড়ের মতে এমন কোনও সিদ্ধান্ত নিলে তার ফল ভুগবে ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট গুলো, বিশেষকরে ক্ষতিগ্রস্থ হবে রঞ্জি ট্রফি। দ্রাবিড়ের মতে এটা ক্ষতি করবে টেস্ট ক্রিকেট’কে। উদাহরণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বেহাল দশার কথা তুলে ধরেছেন। (T20 World Cup 2022)
“নিঃসন্দেহে আজকে ইংল্যান্ডের ক্রিকেটারেরা অস্ট্রেলিয়ায় প্রচুর খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের পক্ষে বিগ ব্যাশ বা এমন টুর্নামেন্টে অংশগ্রহণ করা খুবই কঠিন। তার অন্যতম কারণ ওইসময় আমাদের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট চলে। তাই আমাদের দেশের ক্রিকেটারেরা এধরনের টুর্নামেন্টে খেলার সুযোগ হাতছাড়া করছে। তবে এবিষয় যা সিদ্ধান্ত নেওয়ার নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতে ঘরোয়া মরশুম মাঝামাঝি চলাকালীন এই বিদেশের লিগ গুলো শুরু হয়, সেখানে ভারতীয় ক্রিকেটারদের যে বিপুল পরিমানে চাহিদা আছে, তার ফলে আমাদের ঘরোয়া ক্রিকেট টু্র্নামেন্ট গুলো আয়োজন করা সম্ভব হবেনা। আমাদের ঘরোয়া ক্রিকেট এবং রঞ্জি ট্রফির ভবিষ্যত বিপন্ন হয়ে পরবে। আর তার মানে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ’ও শেষ।
আমি জানি অনেকেই চান ভারতের ক্রিকেটারেরা বিদেশের লিগ গুলো’তে খেলুক। কিন্তু তাদের এটা ভাবা উচিত এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড’কে কি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা এর ফল ভুগতে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ’কে, আমি চাইনা আমার দেশের ক্রিকেটের এই বেহাল দশা হোক।”
India coach Rahul Dravid talks about his team's disappointing exit from #T20WorldCup 2022 ⬇️https://t.co/VA4smqazl1
— T20 World Cup (@T20WorldCup) November 11, 2022
– সাংবাদিক সন্মলেন দ্রাবিড়’কে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ইংল্যান্ডের অধিকাংশ ক্রিকেটারের খেলার সুবাদে সেমিফাইনালে সুফল পাওয়ার ব্যাপারে বক্তব্য জানতে চাওয়া হলে এমন বক্তব্য রাখেন ভারত কোচ।