Sania Mirza – মঙ্গলবার ৩৬ এ পা দিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। ইতিমধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে শোয়েব-সানিয়ার সম্পর্ক নিয়ে।
২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শোয়েব – সানিয়া (Sania Mirza)। তাদের এক পুত্র সন্তান আছে, নাম ইজহান মির্জা মালিক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সানিয়া’কে জন্মদিনের শুভেচ্ছা জানান শোয়েব।
ট্যুইটে সানিয়ার (Sania Mirza) উদ্দেশ্যে শোয়েব লেখেন –
“শুভ জন্মদিন সানিয়া মির্জা। সুস্থ, খুশিতে থাকো। আজকের দিনটা উপভোগ করো।”
Happy Birthday to you @MirzaSania Wishing you a very healthy & happy life! Enjoy the day to the fullest… pic.twitter.com/ZdCGnDGLOT
— Shoaib Malik 🇵🇰 (@realshoaibmalik) November 14, 2022
রিপোর্ট অনুযায়ী ডিভোর্স নিতে চলেছেন দুই তারকা ব্যক্তিত্ব। ইতিমধ্যে দুবাইয়ে বাড়ি ছেড়েছেন সানিয়া, যেখানে তিনি শোয়েবের সাথে থাকতেন। যদিও এখনও এবিষয় মুখ খোলেনি দুটি পক্ষ। এমন সময় শোয়েবের করা একটি পোস্ট দারুণ জল্পনা বাড়িয়েছে। তার সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম স্টোরি দেখে ধারণা করা যায় তার ব্যক্তিগত সম্পর্ক ভালো নেই। (Sania Mirza)
পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম Urduflix এর ‘The Mirza Malik ‘ শোতে একসাথে দেখা যাবে সানিয়া – শোয়েব’কে।
আরও পড়ুনঃ IPL 2023 : ২০২৩ সালের আইপিএলে খেলার চিন্তা ভাবনা করছেন বেন স্টোকস
সম্প্রতি শোয়েবের কাছে সানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। শোয়েব বলেছিলেন তার কোনও ধারণা নেই সানিয়ার অ্যাকাডেমি সম্পর্কে। সংশ্লিষ্ট শো’তে উপস্থিত ওয়াকার ইউনিস তখন মজা করে শোয়েব কে বলেন কি ধরনের স্বামী তুমি ?
এবছর শুরু’তে পেশাদার টেনিস থেকে অবসর নেন সানিয়া মির্জা। পরে অবসর পরিকল্পনা বদলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ব্রাজিলের প্রথম অনুশীলনে অনুপস্থিত নেমার