IND vs SL 2023 : অভিষেক টি টোয়েন্টির প্রথম ওভারে নিশাঙ্কার উইকেট নিলেন মাভি, দেখুন ভিডিও 

0
125
Shivam Mavi took the wicket of Pathum Nissanka in the first over of his debut T20 in IND vs SL 2023
Shivam Mavi took the wicket of Pathum Nissanka in the first over of his debut T20 in IND vs SL 2023

IND vs SL 2023 – আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম‍্যাচে প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারের স্বপ্নের শুরুয়াত করলেন শিবম মাভি। মঙ্গলবার, ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে একটা দুর্দান্ত ডেলিভারিতে ফেরালেন তিনি।

ওয়াংখেড়ের মাঠ এবং পিচের স্বভাবের নিরিখে ২০ ওভারে ১৬৩ রান খুব বিরাট কোনও স্কোর নয়। তবে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে একটা উজ্জ্বীবিত ভারতীয় ক্রিকেট দল খেলতে নেমেছে এদিন। টিম ইন্ডিয়ার বোলাররা প্রথম থেকেই দাপুটে বোলিং পারফরম্যান্স দিচ্ছেন এদিন। (IND vs SL 2023)

খোদ অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিজেই ইনিংসের ওভারের শুরুয়াত টা করেন। দারুণ ফাস্ট ওভার বোলিং করেন তিনি। মাত্র তিন রান দেন। এরপর মাভিকে আনেন বোলিং করতে। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ছোটো দলের বিরুদ্ধে রান করে কি লাভ ? ঘরের মাঠে বছরের প্রথম ম‍্যাচে ব‍্যর্থ হয়ে খোঁচা খেলেন সূর্য কুমার

উত্তরপ্রদেশের এই পেসার তার আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম তিন বলের মধ্যে দুটিতে চার হজম করেন। কিন্তু চতুর্থ বলটি আলাদাই এক আত্মবিশ্বাস নিয়ে করেছিলেন মাভি। যেকোনো পেসারদের কাছে স্বপ্নের ডেলিভারি হয়ে থাকবে সেই বল।

মাভির গুড লেংথের ডেলিভারি ডান হাতি শ্রীলঙ্কার ব‍্যাটারকে ফ্রন্ট ফুটে খেলতে বাধ‍্য ক‍রেছিলো। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেটি গোৎ ব‍্যাট এবং প‍্যাডের মাঝ বরাবর একটি বিরাট গ‍্যাপ তৈরী করে উড়িয়ে দেয় তার মিডল স্ট‍্যাম্প।

এদিন ভারতের ১০১ তম টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল শিবম মাভির। আইপিএলে তার দল গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া, তার হাতে ডেবিউ ক‍্যাপ তুলে দেয়। ২০১৮ সালে তার অনূর্ধ ১৯ দলের সতীর্থ শুভমান গিল ও এদিন টি টোয়েন্টি অভিষেক করলেন দেশের হয়ে।

আরও পড়ুনঃ PAK vs NZ 2nd Test : বছর বদলে গেলেও, বদলালো না পাকিস্তান, দেখুন বাবর আজমের কীর্তি