চোট আঘাতের সঙ্গে লড়াই করে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেই (Shivam Mavi) ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন শিবম মাভি। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলা তরুণ প্রতিভাবান এই পেসারের লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজে একটি সুযোগ।
জাতীয় দলের প্রথম একাদশে একটি সুযোগ পেয়ে, নিজের দক্ষ পারফরম্যান্সের মধ্যে দিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া’র নজর কাড়তে চান মাভি (Shivam Mavi)। আর সেই কথাই এবার তিনি জানিয়ে দিলেন জনসমক্ষে।
প্রসঙ্গত, সামনের মরশুমে আইপিএলে গুজরাট টাইটান্স দলের হয়ে খেলবেন মাভি। ছয় কোটি টাকা খরচ করে তাকে দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন’রা। পাশাপাশি ২০২৩ সালে ৩ রা জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়েছে তার।
২৪ বছর বয়সি পেসার তারপরেই জানিয়ে দিলেন জাতীয় দলের হয়ে খেলতে এবং ভালো পারফরম্যান্স করতে কতটা মুখিয়ে রয়েছেন তিনি।
সম্প্রতি, সংবাদ সংস্থা পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাভি (Shivam Mavi) জানিয়েছেন,
“হার্দিক পান্ডিয়া প্রতিটি ক্রিকেটার’কে সমর্থন করেন। তাদের পাশে থাকেন। উনি একজন অনবদ্য অধিনায়ক। প্রথমবারেই আইপিএলে খেলতে নেমে চ্যাম্পিয়ন হওয়া একেবারেই মুখের কথা নয়। গুজরাট টাইটান্স দল’কে উনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। চ্যাম্পিয়ন করিয়েছেন। উনি বেশ ধীর, স্থির একজন ক্রিকেটার। অনেক সময় মাঠে এবং মাঠের বাইরেও বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছেন উনি।”
আরও পড়ুনঃ Rishabh Pant : পথ দূর্ঘটনায় গুরুতর আহত ঋষভ পন্ত
তিনি (Shivam Mavi) আরও বলেন,
“অধিনায়ক হিসেবে দারুণ ধূর্ত একজন অধিনায়ক হার্দিক। উনি জানেন কখন কাকে দিয়ে বোলিং করানো উচিত। কখন, কাকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে প্রোমোট করা উচিত। আমি জানি জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়াটা সহজ হবে না। তবে আমি আশা করছি আমি সুযোগ পাবো।
আর সুযোগ পেলে আমি ভালো পারফরম্যান্স করতে চাই। হার্দিক পান্ডিয়া’র নজর কাড়তে চাই আমি। ভারতের হয়ে নিয়মিত খেলতে চাই আমি।”
কার্যত, শেষ আইপিএলের মরশুমটা খুব একটা ভালো কাটেনি মাভি’র (Shivam Mavi)। কেকেআরের হয়ে খেলে মাত্র পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। ইকোনমি রেট ছিল ১০.৩১। এরপরেই নেটে ফিরে গিয়ে নিজের বোলিং নিয়ে কাজ শুরু করেন মাভি।
ডেথ বোলিংয়ের উপর কাজ শুরু করেন তিনি (Shivam Mavi)। বাউন্সার এবং ইয়র্কার বোলিংয়ের উপরও কাজ শুরু করেন তিনি। এরপরেই ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে ভালো খেলার পরেই তার জন্য খুলে যায় জাতীয় দলের দরজা।
আরও পড়ুনঃ Pele : প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে