IND vs SL 2023 : সিনিয়র বোলারদের দায়িত্ব নেওয়ার জন্য তৈরী মাভি, উমরান, প্রশংসা করলেন কোহলির কোচ 

0
17
Shivam Mavi and Umran Malik ready to take charge of senior bowlers thinks Rajkumar Sharma after 1st t20 match of IND vs SL 2023 Series
Shivam Mavi and Umran Malik ready to take charge of senior bowlers thinks Rajkumar Sharma after 1st t20 match of IND vs SL 2023 Series

IND vs SL 2023 – মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচে ভারতের উদীয়মান বোলারদের পারফরম্যান্স দেখে দারুণ খুশি বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

শর্মার মতে মাভি এবং মালিকের মধ্যে যাবতীয় সম্ভাবনা আছে জাতীয় দলের সিনিয়র বোলারদের শূন্য স্থান পূর্ণ করার। তার মতে এরা দুজনেই লম্বা রেসের ঘোড়া।(IND vs SL 2023)

সিনিয়র এই কোচের মতে মাভি এবং মালিকের উঠে আসাটা এরকম একটি সময় ভীষণ তাৎপর্যপূর্ণ। রাজকুমার শর্মার মতে এটা ভীষণ একটা ইতিবাচক দিক ভারতীয় ক্রিকেট দলের। শর্মার মতে ভারতীয় দলের বোলারদের ভবিষ্যৎ উজ্জ্বল।

India News Sports কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেছেন –

“শিবম মাভি এবং উমরান মালিক’কে এই ভাবে বোলিং করতে দেখে খুবই ভালো লাগছে। এটা দেখে একটি বিষয় স্পষ্ট আমার কাছে, ভারতীয় ক্রিকেট একেবারে সঠিক হাতে রয়েছে। উমরান মালিক, ভবিষ্যতের সুপারস্টার। এবার মাভি এলো, যে প্রথম ম‍্যাচে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছে।

দলের নির্বাচকদের প্রশংসা করতেই হয়। এমন শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমার মতে এই উদীয়মান তারকা’রা সিনিয়রদের জায়গা পূরণে প্রস্তুত। একটা সময় বলা হতো ভারতে পেসারের সমস্যা আছে, কিন্তু এখন দেখুন, পরিস্থিতি এখন বদলাচ্ছে।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : কবে নতুন ক্লাবের হয়ে প্রথম খেলতে নামবেন রোনাল্ডো, ভারতে কখন এবং কোথায় দেখবেন সেই ম‍্যাচ, জানুন বিস্তারিত

ম‍্যাচে চার উইকেট নিয়ে নজর কাড়লেন শিবম মাভি, শেষে আক্সার প‍্যাটেলের রুদ্ধশ্বাস শেষ ওভারের বোলিং দিয়ে শ্রীলঙ্কা কে ২ রানে হারিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম‍্যাচে জয় দিয়ে নতুন বছর শুরু করলো ভারতীয় ক্রিকেট দল। (IND vs SL 2023)

টসে জিতে ভারতকে ব‍্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। প্রথম দিকে ইশান কিষাণ (২৯ বলে ৩৭ রান) এবং ‌অধিনায়ক হার্দিক পান্ডিয়া (২৭ বলে ২৯ রান) পরবর্তী সময়ে দীপক হুডা এবং আক্সার প‍্যাটেলের ৬৮ রানের পার্টনারশিপের উপর নির্ভর করে ১৬২ রান তোলে ভারত। পরবর্তী সময়ে দাপুটে পারফরম্যান্স দেয় ভারতীয় ক্রিকেট দলের বোলাররা। ২ রানে ম‍্যাচ জেতে ভারত।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : একটা খারাপ পারফরম্যান্স দিয়ে চাহালকে বিচার করা ঠিক হবে না, মত ভারত প্রাক্তনীর