IND vs BAN 2022 : দ্বিতীয় ওডিআইয়ে খেলতে নামার আগে ড্রেসিংরুমে জন্মদিন পালন করা হলো ধাওয়ান এবং শ্রেয়স আইয়ারের 

0
41
Shikhar Dhawan and Shreyas Iyer celebrated their birthdays in the dressing room ahead of IND vs BAN 2022 2nd ODI
Shikhar Dhawan and Shreyas Iyer celebrated their birthdays in the dressing room ahead of IND vs BAN 2022 2nd ODI

IND vs BAN 2022 : মঙ্গলবার ৩৭ এ পা দিলেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার পা দিলেন ২৮ এ। বুধবার ভারত – বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচ, তার আগে ড্রেসিংরুমে সতীর্থদের সাথে জন্মদিন পালন করলেন এই দুই তারকা ক্রিকেটার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে দুই তারকা ক্রিকেটারের জন্মদিন সেলিব্রেশনের ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেক কেটেছেন দুজনে। অবশ্য এর আগে ধাওয়ান ভারত কোচ রাহুল দ্রাবিড়, সতীর্থ রাহুল, আক্সার প‍্যাটেল, দীপক চাহার এবং মহম্মদ সিরাজের উপস্থিতিতে আরও একটি কেক কেটেছিলেন। (IND vs BAN 2022) 

এখানে বলে রাখি, এই একই দিনে ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ এবং তারকা অল‍রাউন্ডার রবীন্দ্র জাদেজার’ও জন্মদিন‌। ২৯ এ পা দিলেন বুমরাহ, জাদেজা ৩৪ এ। (IND vs BAN 2022)

বর্তমানে ভারতীয় দল (IND vs BAN 2022) বাংলাদেশের বিরুদ্ধে তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। প্রথম ম‍্যাচে একেবারেই ভালো ব্যাটিং করতে পারেনি ভারত, ১৮৬ রানে অল আউট হয়ে গেছিলো।

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ভিনিসিয়াসের থেকে সেরাটা বের করতে আনসেলোত্তি’র পরামর্শ নিচ্ছেন তিতে

পরে দলের বোলাররা দলকে ম‍্যাচে ফেরালেও লো স্কোরিং এই থ্রিলার ম‍্যাচ বাংলাদেশ ১ রানে জিতে যায়।

ম‍্যাচে শিখর ধাওয়ান এবং শ্রেয়স আইয়ার দুজনেই খেলেছিলো। কিন্তু ব‍্যাট করতে নেমে দুজনের কেউই তেমন উল্লেখযোগ‍্য কিছু করতে পারেননি। ৭ রানে আউট হন ধাওয়ান, আইয়ার ২৪ রানে। বুধবার ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে ফের আরেকবার মুখোমুখি হতে চলেছে দুই দেশ।

India’s squad for IND vs BAN 2022 ODIs :

Rohit Sharma (C), KL  Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : টিম ইন্ডিয়া’র এই তারকা ক্রিকেটার’কে অল-রাউন্ডারের তকমা দিলেন গাভাস্কার, বললেন….