
IND vs AUS 2023 – নাগপুর টেস্টে মূলত দাপট দেখা গেছে ভারতীয় স্পিনারদের। তবে এর মাঝেও অসাধারণ পারফরমেন্স দিয়েছেন মহম্মদ শামি। বল হাতে নজর কাড়ার পাশাপাশি তিনি নজর কেড়েছেন ব্যাট হাতেও।
শনিবার রবীন্দ্র জাদেজার আউট হওয়ার পর ব্যাট করতে নামেন মহম্মদ শামি। দশ নম্বরে ব্যাট করতে নেমে তার প্রথমে কিছুটা মানিয়ে নিতে সময় লাগে, তবে তারপর হাত খোলা শুরু করেন শামি। খেলেন ৪৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস, এই ইনিংস খেলার পথে তিনটি ছক্কা এবং দুটো চার মারেন তিনি। যা ভারতকে প্রথম ইনিংসে ৪০০ রান তুলতে সাহায্য করেছিলো। (IND vs AUS 2023)
এদিন ব্যাটিং করা কালীণ শামি তার সতীর্থ হিসেবে ক্রিজে পেয়েছিলেন আক্সার প্যাটেল। খেলা শেষে আক্সার প্যাটেল জানিয়েছেন ব্যাট করা কালীণ মহম্মদ শামি তার কোনও কথা শুনছিলেন না। শামিকে আক্সার বলছিলেন ধরে খেলতে কিন্তু সেই কথায় বিশেষ কর্ণপাত না করে বড়ো বড়ো ছক্কা হাকাতে থাকেন। (IND vs AUS 2023)
Of vital partnerships 🤝, smashing sixes 💥 and ice-cool attitude 🧊
— BCCI (@BCCI) February 12, 2023
Presenting post-match Nagpur Tales with @akshar2026 and @MdShami11 👌🏻👌🏻 – By @RajalArora
FULL INTERVIEW 🔽 #INDvAUS | #TeamIndia https://t.co/SZK9d5RfVr pic.twitter.com/dEbmhrCBjg
এবার প্রশ্ন হলো শামি কেনো পাত্তা দিচ্ছিলেনা আক্সার কে ? সেই প্রশ্ন এই ভারতীয় পেসারকে করা হলে তিনি মজা করে বলেন তার ইগো হার্ট হচ্ছিলো।
প্রসঙ্গত, ওই তিনটে ছক্কা মারার মধ্যে দিয়ে বিরাট কোহলির টেস্টে মারা ছক্কার সংখ্যা টপকে গেলেন মহম্মদ শামি। বিরাট কোহলির মারা টেস্টের ছয়ের সংখ্যা ২৪। মহম্মদ শামি টেস্টে এখনো অবধি মেরেছেন ২৫ টা ছয়। এখনও অবধি ৬১ টা টেস্ট ম্যাচ খেলেছেন মহম্মদ শামি, সেখানে খেলার সুযোগ পেয়েছেন ৮৫ টা ইনিংসে, করেছেন ৭২২ রান। অবশ্য ভারতীয় হিসেবে টেস্টে ছয় মারার তালিকায় শীর্ষে আছেন বীরেন্দ্র শেহবাগ, অবশ্য এক্ষেত্রে বিরাট কোহলির আগে হরভজন সিং (৪২) এবং জাহির খান (২৮) আছে।
টেস্টে সবচেয়ে বেশি ছয় মারা ভারতীয় ক্রিকেটার :
90 – Virender Sehwag (One more six, for ICC XI)
78 – MS Dhoni
69 – Sachin Tendulkar
66 – Rohit Sharma
61 – Kapil Dev
57 – Sourav Ganguly
55 – Rishabh Pant
55 – Ravindra Jadeja
42 – Harbhajan Singh
38 – Navjot Singh Sidhu
34 – Ajinkya Rahane
33 – Murali Vijay
28 – Mayank Agarwal
28 – Zaheer Khan
26 – Sunil Gavaskar
25 – Mohammed Shami*
24 – Virat Kohli
শেষ অবধি টড ফিলিপসের কাছে নিজের উইকেট খোয়ান মহম্মদ শামি।