Shakib Al Hasan : ফের আম্পায়ারের সাথে ঝামেলা করে বিতর্কে সাকিব, দেখুন ভিডিও

0
30
Shakib Al Hasan : Shakib in controversy with umpire again, watch video
Shakib Al Hasan : Shakib in controversy with umpire again, watch video

Shakib Al Hasan – ফের বিতর্কের জেরে খবরের শিরোনামে উঠে এলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। গত সপ্তাহে বাংলাদেশের প্রিমিয়ার লিগের ম‍্যাচে অনফিল্ড আম্পায়ারের সাথে তর্ক জুড়ে বিতর্কের শিরোনামে উঠে এসেছিলেন সাকিব। ঢাকায় বিপিএলের সেই ম‍্যাচে সাকিবের দল ফরচুন বরিশাল মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্সের।

নতুন বিতর্ক ফরচুন বরিশাল ম‍্যাচে রানতাড়া করতে নেমেছিলো, আচমকা বাউন্ডারি রোপ থেকে চেচামেচি করতে দেখা যায় সাকিব কে (Shakib Al Hasan)। কারণ উইকেট কিপার ব‍্যাটার আনামুল হককে প্রথম বলে স্ট্রাইক নিতে বাধা দেয় অনফিল্ড আম্পায়ার।

এরপর মাঠে ঢোকেন সাকিব। আম্পায়ারের সাথে তর্ক জোড়েন তিনি। পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভীষণ ভাইরাল হয়েছে। ফের আরেকবার মাথা গরম করে মাঠে আম্পায়ারের সাথে তর্কে জড়ানোর জন্যে চরম সমালোচনা হজম করতে হয় সাকিব কে।

আরও পড়ুনঃ Prithvi Shaw : মুম্বাইয়ের হয়ে কেরিয়ারের প্রথম ত্রিশত‍রান করলেন পৃথ্বী শাহ

আসা যাক ম‍্যাচের প্রসঙ্গে, ১৯.২ ওভারের মধ্যে সাকিবের দল ১৫৯ রান তাড়া করে ম‍্যাচ জিতে নেয়। এটাই ২০২৩ সালের বিপএলে সাকিবের দলের প্রথম জয়। বরিশালের সর্বোচ্চ স্কোরার আফগানিস্তানের ব‍্যাটার ইব্রাহিম জাদরান (৫২)। তিনি তৃতীয় উইকেটে ৮৪ রান জোড়েন মেহেদী হাসান মিরাজের (৪৩) সাথে।

সাকিব ম‍্যাচে ব‍্যাট করার সুযোগ পাননি, কারণ তার সাত নম্বরে ব‍্যাট করতে নামার কথা ছিলো ম‍্যাচে। তার দল ৪ উইকেট খুঁইয়ে ম‍্যাচ জিতে নেয়। অবশ‍্য কোটার ৪ ওভার বোলিং করে ১ টি উইকেট নেন তিনি।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ভারত সফরের দল ঘোষণা অস্ট্রেলিয়া’র, দলে রয়েছে একাধিক চমক