
Shakib Al Hasan – বদমেজাজি সাকিব আল হাসান। খেলা চলাকালীন বাংলাদেশের টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে প্রায়শই মাঠে মাথা গরম করতে দেখেছি আমরা। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যে খেলা চলাকালীন ফের আরেকবার মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন তিনি।
এমন বদ স্বভাবের জন্যে এর আগে চরম সমালোচনা হজম করতে হয়েছে সাকিবকে। এদিন আম্পায়ার একটি ওয়াইড না দিলে তার দিকে তেড়ে যান সাকিব। (Shakib Al Hasan)
সাকিবদের ব্যাট চলাকালীন ইনিংসের ১৬ নম্বর ওভারের ঘটনা। বিপক্ষের পেসার রিজাউর রহমান রাজা একটা বাউন্সার দেন সাকিবকে। যা তারকা ব্যাটারের মাথার উপর দিয়ে বেড়িয়ে যায়। সাকিব ভেবেছিলেন ওয়াইড হবে সেটা, কিন্তু মাঠে উপস্থিত দুজন আম্পায়ার সেই বলটিকে ওয়ান বাউন্সার হিসেবে ঘোষণা করে। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না সাকিব। তিনি চিৎকার করতে থাকেন লেগ আম্পয়ারের উদ্দেশ্যে। (Shakib Al Hasan)
এর কিছু সময় আম্পায়ারের দিকে এগিয়ে যান সাকিব। শুরু হয় দুই পক্ষের মধ্যে তপ্ত বাক্য বিনিময়। ব্যাপারটা আরও খারাপ আকার নেয়, যখন সাকিব খোলে আম আম্পায়ারের সিদ্ধান্ত কে অমান্য করতে লাগেন।
পরবর্তী সময়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা বলেন আম্পয়ারের সিদ্ধান্ত ভুল ছিলো, কিন্তু একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে সাকিবের এরকমটা করা উচিত হয়নি মাঠে।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : মেসির বিশ্বকাপ জয়ের থেকে বেশি রোনাল্ডোর আল নাসরের অভিষেক দেখেছেন মানুষ
Shakib Al Hasan again 😂😂😂#BPL2023 pic.twitter.com/gYLLz8WtDz
— wajith.sm (@sm_wajith) January 7, 2023
Shakib Al Hasan – the man the myth the umpire’s nightmare pic.twitter.com/wKQnb3wNUH
— adi ✨🇧🇩 (@notanotheradi) January 7, 2023
আসা যাক খেলার প্রসঙ্গে, বরিশালের সর্বোচ্চ স্কোরার এদিন সাকিব, ৩২ বলে ৬৭ রান করেন তিনি। এরফলে ৭ উইকেটে ১৯৪ রান তুলেছিলো বরিশাল সেই ম্যাচে। অবশ্য ১৯ ওভারে সেইরান তাড়া করে ম্যাচে জয় নিশ্চিত করে ফেলে স্ট্রাইকার্সরা, ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।