
IND vs BAN 2022 – ঢাকায় রোববার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ম্যাজিক্যাল বোলিং পারফরম্যান্স দিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
কে এল রাহুল ছাড়া ভারতের কোনও ব্যাটার এদিন বিশেষ কিছু’ই করে উঠতে পারেননি। বরং গোটা ম্যাচে বিধ্বংসী মেজাজে ছিলেন সাকিব। এদিন ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। (IND vs BAN 2022)
প্রথম বাংলাদেশের স্পিনার হিসেবে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন সাকিব। এছাড়া ভারতের বিপক্ষে ম্যাচে স্পিনার হিসেবে ৫ উইকেট নিয়েছিলেন – সাকলাইন মুস্তাক, মুস্তাক আহমেদ, সাইদ আজমাল, মুথাইয়া মুরলীধরন, অজন্তা মেন্ডিস, আকিলা ধনঞ্জয় এবং অ্যাসলি জাইলস। (IND vs BAN 2022)
Shakib Al Hasan with a spectacular 5 wicket haul in the 1st ODI against India. #BCB | #Cricket | #BANvIND pic.twitter.com/graouZ8BAY
— Bangladesh Cricket (@BCBtigers) December 4, 2022
TOYAM Sports Limited ODI Series: Bangladesh vs India: 1st ODI
— Bangladesh Cricket (@BCBtigers) December 4, 2022
Bangladesh won by 1 wicket#BCB | #Cricket | #BANvIND pic.twitter.com/TWbnJVEA8V
আসা যাক ম্যাচের প্রসঙ্গে, এদিন ম্যাচে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত’কে। লিটনের নেওয়া সিদ্ধান্তের যোগ্য সন্মান দেয় বাংলাদেশের বোলাররা। ১৮৬ তে অল আউট হয়ে যায় বাংলাদেশ। (IND vs BAN 2022)
ম্যাচে বাংলাদেশের হয়ে ম্যাজিক্যাল বোলিং পারফরম্যান্স দিয়েছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৫ উইকেট তুলে নিয়েছিলেন এদিন। রোহিত শর্মা (২৭) এবং বিরাট কোহলির (৯) উইকেট তুলে নেন সাকিব। এর আগে শিখর ধাওয়ানের (৭) উইকেট তুলে নিয়ে ম্যাচের শুরু’তেই ভারত’কে মারাত্মক চাপে ফেলে দেন মেহেদী। (IND vs BAN 2022)
সাকিব ছাড়া দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের এবাদত হোসেন। তিনি চার উইকেট নেন ম্যাচে। দিনটা একেবারেই ভালো ছিলো না ভারতের ব্যাটারদের। শুধুমাত্র ৫ নম্বরে ব্যাট করতে নামা কে এল রাহুলের হাফ সেঞ্চুরি করা ছাড়া এদিন ভারতের ব্যাটিং নিয়ে কিছু বলার নেই। ৭০ বলে ৭৩ রান করেছিলেন রাহুল, যেখানে ভারতের বাদবাকি ব্যাটার’রা কেউই ব্যক্তিগত ভাবে তিরিশ রানের গন্ডি ছুঁতে পারেনি। (IND vs BAN 2022)
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : অবিশ্বাস্য ক্যাচে সাকিব আল হাসান’কে ফেরালেন কোহলি, দেখুন ভিডিও
এতো কম রানের পুঁজি নিয়েও ভারত জোড়ালো ঝটকা দেয়। ইনিংসের প্রথম বলে দীপক চাহার তুলে নেন ওপেনার নাজমুলের উইকেট। দশ নম্বর ওভারে সিরাজ আনামুল হকের উইকেট নেন। এরপর ৪৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ জুড়ে পরিস্থিতি সামাল দেন লিটন দাস এবং সাকিব আল হাসান। দুজনের উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর।
লিটন, সাকিব ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৪ উইকেটে ১২৪ রান থেকে বাংলাদেশের স্কোর হয়ে দাড়ায় ৯ উইকেটে ১৩৬।
এমন একটা পরিস্থিতি’র মধ্যে মেহেদী হাসান চালিয়ে খেলা শুরু করেন। ধন্দে পড়ে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা, কাকে বোলিং করতে পাঠাবেন বুঝতে পারছিলেন না তিনি। হোসেনের অপরাজিত ৪১* রানের ইনিংস বাংলাদেশ কে এই দুর্দান্ত জয় পেতে সাহায্য করেছে এই ম্যাচে। তবে রাহুলের দুঃস্বপ্নের কারণ হয়ে দাড়াবে ক্যাচ মিসটা। আগামী বুধবার খেলা হবে সিরিজের দ্বিতীয় ওডিআই।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : ওয়ানডে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স কুলদীপের, দেখুন ভিডিও