
Shahrukh Khan – শুক্রবার দুবাইতে জমকালো ভাবে শুরু হলো ‘দ্য ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি’। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন হোম টিম দুবাই ক্যাপিটালস দারুণ বিনোদন প্রদান করেছে মাঠে উপস্থিত ফ্যানেদের জন্যে।
তবে ওপেনিং সেরিমনিটি একেবারে আলাদা মাত্রা পায় যখন মাঠে আগমন ঘটে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। টুর্নামেন্টে অংশগ্রহণকারীণ আবুধাবি নাগপুরে রাইডার্সের সহ মালিক শাহরুখ খান, এদিন মাঠে উপস্থিত ছিলেন ‘পাঠান’ ছবির প্রোমোশনের জন্যে। (Shahrukh Khan)
বছর চারেকের বেশি সময়ের পর ফের বড়ো পর্দায় ফিরছেন শাহরুখ খান। টুর্নামেন্টের ওপেনিং সেরিমনিতে যে কয়েকজন শিল্পীরা পারফরম্যান্স দিয়েছেন, তাদের মধ্যমনি ছিলেন শাহরুখ। মাঠে উপস্থিত দর্শকদের মন জয় করে নিলেন তার আসন্ন মুক্তি প্রাপ্ত ছবি পাঠানের ডায়গল দিয়ে। (Shahrukh Khan)
শাহরুখ খানের পাশাপাশি ডোয়েন ব্রাভো, যিনি আবার খেলবেন এম আই এমিরেটসের হয়ে, তিনি লিগের থিম সং গাওয়া বাদশাহ, বিদেশি তারকা গায়ক জেসন ডেরুলো উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। (Shahrukh Khan)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে কারা ফিরলেন, কারা বাদ পড়লেন, জানুন বিস্তারিত
You already know it's gonna be an epic show when King Khan walks in! 👑
— ZEE5 Global (@ZEE5Global) January 13, 2023
Watch the #DPWorldILT20 opening ceremony live on #ZEE5.@iamsrk @ilt20onzee @ILT20Official #ZEE5Global #CricketOnZEE #OpeningCeremony #ShahRukhKhan #ALeagueApart pic.twitter.com/Y40HwpYjUu
Screeaammss… My Fierce Pathaan is roaring like a Lion in the UAE ❤️🔥@iamsrk I literally screamed when you started saying PARTY PATHAAN KE GHAR MEIN RAKHOGE TOH MEHMAN NAWAAZI KE LIYE #PATHAAN TOH AAYEGA 🥵 First time hearing you saying this live & how ⚡️pic.twitter.com/mJRbK3o4BH
— ❥ Sнαн ᏦᎥ Ᏸ𝐢ω𝐢 𓀠 (@JacyKhan) January 13, 2023
অবশ্য শাহরুখ খানের পারফরম্যান্স সকলের মন ছুঁয়ে গেলেও তার ফ্রাঞ্চাইজির পারফরম্যান্স ভালো ছিলো না প্রথম ম্যাচে, উল্টে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স দিয়েছে ক্যাপিটালস। ৭৩ রানে বিরাট জয় পায় তারা। অধিনায়ক রভমান পাওয়েল ব্যাট বলে দারুণ পারফরম্যান্স দিয়েছেন ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ছ। ১১৪ রানে গুটিয়ে যায় সুনীল নারিন’রা। রোববার গাল্ফ জায়ান্টসের বিরুদ্ধে আবুধাবিতে নিজেদের ঘরের মাঠে খেলবে নাইট রাইডার্সরা।
আরও পড়ুনঃ FIH Hockey World Cup : হকি বিশ্বকাপের আসরে জনপ্রিয় পরিসংখ্যানবীদকে স্মরণ করলেন সাংবাদিকরা