
সদ্য নিজের দেশের ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন মুখ্য নির্বাচক হয়েছিলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তার রেশ কাটতে না কাটতেই নিজের প্রাক্তন সতীর্থ দানিশ কানেরিয়ার কাছে তীব্র ব্যঙ্গ হলেন আফ্রিদি। আফ্রিদির বিতর্কিত বল ট্যাম্পেরিং’এর স্মৃতি উস্কে সেই ট্যুইট করেছেন কানেরিয়া।
ইতিমধ্যে রামিজ রাজাকে সরিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের পদে এসেছেন নাজিম শেঠি। তিনি দায়িত্বে আসার পর থেকেই গোটা পাকিস্তান ক্রিকেট কমিটির সদস্য মন্ডলীতে একাধিক বদল এনেছেন। সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলো পাকিস্তান, তার জেরে মহম্মদ ওয়াসিমকে জাতীয় নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
Chief selector 😂😂😂 pic.twitter.com/cdKokzJCyR
— Danish Kaneria (@DanishKaneria61) December 25, 2022
শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) দায়িত্ব দেওয়ার খবরটি ট্যুইট করে জানিয়েছেন শেঠি। গত কুড়ি বছরের বেশি সময় জুড়ে আক্রমণাত্মক ব্রান্ডের ক্রিকেট খেলে পাকিস্তান বাসীকে মনোরঞ্জন দিয়েছেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। আধুনিক যুগের ক্রিকেট তিনি ভালো বোঝেন অন্যান্য ক্রিকেটারদের তুলনায়। তাই তাকে ভরসা করে এই দায়িত্ব দেওয়া যায় বলেই মনে করেন নাজিম শেঠি, তার বক্তব্য –
“আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্যে আজীবন জনপ্রিয় ছিলেন শাহিদ আফ্রিদি। কোনও ভয় ছাড়াই ক্রিকেট খেলা চালিয়ে গেছেন তিনি। প্রায় কুড়ি বছরের কাছাকাছি তার ক্রিকেট খেলার অভিজ্ঞতা। প্রতিটি ফর্ম্যাটেই সাফলতার সাথে খেলেছিলেন। আর সবচেয়ে বিষয়, তিনি উদীয়মান প্রতিভাদের সমর্থন করে এসেছেন। তাই আমাদের মনে হয়েছে তার থেকে এই দায়িত্ব আর কেউই ভালো করে পালন করতে পারতোনা।”
এই তিন সদস্যের কমিটির প্রথম কাজ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্যে দল ঘোষণা করা।
আরও পড়ুনঃ Ronaldo : এমবাপের খেলা দেখে নিজের খেলার কথা মনে পড়ে রোনাল্ডোর